Daily current affairs in bengali 18/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18/04/2023 |
Daily current affairs in bengali 18/04/2023
1.প্রতিবছর ১৮ই এপ্রিল world heritage day পালন করা হয়।এবছরের থিম : Heritage changes
2.সম্প্রতি নারায়ণপ্রসাদের নেপাল দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। আরও তথ্য: নেপালের রাজধানী কাঠমান্ড।
3.সম্প্রতি রাজসব্র্রামুনিয়াম ২০২৩ প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত হলেন।
4.2023 G20 এর কৃষি প্রধান বিজ্ঞানীদের ১২ তম সভা অনুষ্ঠিত হচ্ছে বারানসিতে।
5.Kagiso Rabada আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার খেলোয়াড় হলেন।
6.সম্প্রতি MRF কোম্পানি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টায়ার ব্র্যান্ডের তকমা পেল। আরও তথ্য: MRF সদর দপ্তর চেন্নাই।
7.সম্প্রতি নন্দিনী দাস coating India : England Mughal India and the origin of Empire শিরো নামে বইটি লিখলেন।
8.সাম্প্রতিক্রিশন রেড্ডি ১৪ এপ্রিল 2023 নয়া দিল্লি থেকে ভারত গৌরব টুরিস্ট ট্রেন চালু করল।
9.কৃষকদের সহজে ঋণ দেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে FASAL কোম্পানি একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link