Tuesday 18 April 2023

500 Geography Question answer in Bengali PDF

500 Geography Question answer in Bengali PDF
500 Geography Question answer in Bengali PDF

 প্রিয় বন্ধুগন , আপনারা কেমন আছেন ? আপনারা হয়ত বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন । আজ আমি আপনাদের জন্য ভূগোলের উপর ৫০০ টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যা আপনাদের পরীক্ষায় সাহায্য করবে , তাই আর দেরি না করে নিচে থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন ।

পিডিএফ ফাইল  এর কিছু নমুনা ঃ

1. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
Ans. 204
টি

2.
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
Ans.
নাব্রা উপত্যকা (কারাকোরাম)

3.
সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?
Ans.
ইজিপ্টে

4. Solar System
এর আবিষ্কারক কে?
Ans.
কোপার্নিকাস

5.
বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?
Ans.
অ্যালেক্সি লিওনভ

6.
পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
Ans.
সাইবেরিয়া ( ভারখয়ানস্ক )

7.
ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?
Ans. 247
টি

8.
পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
Ans.
মলয়াদ্রি

9.
পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
Ans.
বুর্জ খলিফা

10. 2011
সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?
Ans.
ছত্তিশগড়

11.
আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?
Ans.
ভ্যাটিকান সিটি

12.
কোন শহরকেনীরব শহরবলা হয় ?
Ans.
রোম

13.
দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতাতিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?
Ans.
সময়

14.
কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
Ans.
যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

15.
গঙ্গা , যমুনা সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
Ans.
এলাহাবাদ

16.
ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?
Ans.
চিপকো আন্দোলন

17.
ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
Ans.
সম্বর হরিণ

18. ‘
আমন ব্রিজকোন দুটি দেশকে যুক্ত করেছে ?
Ans.
ভারতপাকিস্তান

19.
পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
Ans.
বিহারউত্তরপ্রদেশ

20.
ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
Ans.
হায়দ্রাবাদ

21.
সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?
Ans.
সেকস্ট্যান্ট যন্ত্র

22.
পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?
Ans.
আলাস্কার হুর্বার্ড

23.
পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
Ans.
নরওয়ের সেভলে ফিয়র্ড

24.
উত্তর প্রদেশ বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?
Ans.
কোর বা তাল

25.
আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans.
মার্কিন যুক্তরাষ্ট্রে

26.
আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans.
মাউন্ট ব্ল্যান্ক

27. “
চ্যালেঞ্জার খাতকোথায় অবস্থিত?
Ans.
প্রশান্ত মহাসাগরে

28.
বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
Ans.
প্রশান্ত মহাসাগরে

29.
বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?
Ans.
মরু অঞ্চলে

30.
উত্তর গোলার্ধেরমেরুজ্যোতিকে কী বলে ?
Ans.
আরোরা বেরিয়ালিস

31.
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
Ans.
সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত

32.
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans.
অন্ধ্রপ্রদেশ ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)

33.
পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans.
কলসুবাই(1646 মিটার)

34.
খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
Ans.
মেঘালয়

35.
অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
Ans.
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

36. “
কচ্ছশব্দের অর্থ কী?
Ans.
জলাময় দেশ

37. “Sky River ”
নামে কোন নদী পরিচিত?
Ans.
ব্রহ্মপুত্র

38.
জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
Ans.
তাওয়াই

39.
ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিতমশানজোড়বাঁধ কেকানাডা বাঁধবলা হয় কেন?
Ans. 1954-55
সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ

40.
অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
Ans.
কেরালার কোলাম জেলাতে

41.
ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
Ans. Kunchikal Falls(455
মিটার),Masthikatte , Shimoga district , Karnataka

42.
ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. 2007
সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়

43.
প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans.
হনুলুলুতে

44.
আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
Ans. 2
রা ফেব্রুয়ারি

45. “
রামসারচুক্তি কত সালে কার্যকর হয়?
Ans. 1975

46.
কার্বন মুক্ত দেশ কোনটি?
Ans.
ভুটান

47.
কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?
Ans. 18
জুলাই 2016

48.
সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?
Ans. 1987

49.
ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?
Ans. 35
টি

50. “
চিপকোকথার অর্থ কী?
Ans.
জড়িয়ে ধরা

PDF FILE DETAILS :
FILE NAME :geo 500
FILE PAGE :53
FILE SIZE :1.20 MB
FILE LANGUAGE : bengali

FILE DOWNLOAD : CLICK HERE 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you