Wednesday 19 April 2023

500+general science questions and answers in Bengali PDF - বিজ্ঞান & সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

500+general science questions and answers in Bengali PDF - বিজ্ঞান & সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর 
500+general science questions and answers in Bengali PDF - বিজ্ঞান & সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর 


প্রিয় বন্ধুগন আপনারা কেমন আছেন ? বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে ? আজ আমরা আপনাদের জন্য বিজ্ঞান & সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন নিয়ে এসেছি যা আপনাদের প্রস্তুতি কে আরও ভালো করে তুলবে তাই আর দেরি না করে নিচে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন ।

বিজ্ঞান & সাধারণ জ্ঞান নিয়ে কিছু নমুনা:

Q.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
Ans:হেপারিন
Q.ধান গাছের ক্রোমোসোম সংখ্যা কয়টি?
Ans:২৪ টি
Q.প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়?
Ans:মালয়েশিয়ায় (১৯৯৮)
Q.‘হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম কোন দেশে দেখা যায়?
Ans: চীন (২০০২)
Q.মানবদেহে কোন ধরনের শ্বসন হয়?
Ans:সবাত শ্বসন
Q.শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
Ans:প্রস্বেদন কমাতে
Q.কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
Ans:গাঙচিল
Q.পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি?
Ans:আম
Q.জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
Ans:কার্বনেট
Q.কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়?
Ans:কার্বন-ডাই-অক্সাইড
Q.পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
Ans:নিকোলাস অটো
Q.‘৬৭-পি’ কী ?
Ans:ধূমকেতু
Q.আলো সাতটি বর্ণের সমষ্টি “এটি প্রমাণ করেন কে?
Ans:আইজ্যাক নিউটন
Q.জলে দ্রবনীয় ভিটামিন কি?
Ans:ভিটামিন বি ও সি 
Q.মিষ্টি আলু কি?
Ans: স্বেতসার জাতীয় খাদ্য
Q.রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে?
Ans:গলগন্ড রোগে
Q.গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
Ans:ম্যানোমিটার
Q.‘সুপার নোভা’ আসলে কী?
Ans: মৃত তারকা
Q.উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
Ans:ফ্যাটি এসিড ও গ্লিসারল
Q.লেখার চক কী দিয়ে তৈরি?
Ans:ক্যালসিয়াম সালফেট
Q.রেকটিফাইড স্পিরিট কী?
Ans:৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
Q.ভিনেগার কাকে বলে?
Ans:৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
Q.অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?
Ans:৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড
Q.ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
Ans:০.১৫-১.৫%
Q.ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়?
Ans:কার্বন
Q.‘উড স্পিরিট’ কী?
Ans:মিথাইল অ্যালকোহল
Q.সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
Ans:রেডন
Q.সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
Ans:লিথিয়াম
Q.চোখের কোন অংশ রঙিন জিনিস দেখতে সাহায্য করে?
Ans:কনস
Q.মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ?
Ans:রডস
Q.প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?
Ans:দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
Q.বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?
Ans:ডিপথেরিয়া
Q.বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি?
Ans:অ্যালবাট্রোস
Q.কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে?
Ans:প্লাটিপাস
Q.সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় কীসে?
Ans:ডাবে
Q.ভাইরাসজনিত রোগ নয়
Ans: নিউমোনিয়া
Q.মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
Ans:স্নায়ুতন্ত্রের
Q.যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
Ans:প্যাথজেনিক
Q.বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Ans:৯৯.৯৭ শতাংশ
Q.‘কম্পিউটারের পূর্বপুরুষ’ বলা হয় কাকে?
Ans:আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে।
Q.কোনটি হতে মার্বেল হয়?
Ans:চুনাপাথর
Q.একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায়?
Ans:শুক্র গ্রহ
Q.সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ কোনটি?
Ans:শুক্র
Q.গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়?
Ans:ছায়াপথ /আকাশ গঙ্গা
Q.প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়?
Ans:মালয়েশিয়ায় (১৯৯৮)
Q.শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
Ans:প্রস্বেদন কমাতে
Q.স্যাকারিন প্রস্তুত হয় কি হতে?
Ans:টলুইন
Q.জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
Ans:কার্বনেট
Q.সার্চ ইঞ্জিনের জনক কে?
Ans:এলান এমটাজ।
Q.বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
Ans:১১৮টি।
Q.পাইরোমিটার কী?
Ans:সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র
Q.সোনায় মরিচা ধরে না কেন?
Ans:সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
Q.পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয় কোনটি?
Ans:ধুন্দল
Q.জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ –
Ans:এদের মূলে অনেক বায়ু কুঠুরী আছে
Q.মুক্তার ওজনের এককের নাম কী?
Ans:গ্রেন
Q.কোন পাখি আকাশে ডিম পারে এবং মাটিতে পড়ার আগে উড়তে পারে?
Ans:হোমা পাখি।
Q.কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
Ans:হামিং বার্ড।
Q.কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?
Ans:অস্ট্রিচ পাখি।
Q.স্কেভেনজিং পাখি বলা হয় কাকে?
Ans:কাক ও শকুন।
Q.তড়িত প্রবাহরে এককের নাম কি?
Ans:এ্যাপ্মিয়ার
Q.আলো যে সাতটি বণের সমষ্টি তা কে প্রমাণ করেছেন
Ans:নিউটন
Q.টেলেমি কে
Ans:জ্যোতির্বিদ
Q.কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে
Ans:আয়রণ (লৌহ)
Q.হীরা আধারে চকচক করে কেন?
Ans:হীরা সংকট কোন বেশি বলে / প্রতিসরণের জন্য
Q.টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
Ans:মাইক্রোওয়েব
Q.আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
Ans:ম্যাক্স প্লাঙ্ক
Q.উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র?
Ans:ওডোমিটার;
Q.দুধের রং সাদা হয় ?
Ans:প্রোটিনের জন্য
Q.মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
Ans:চারটি
Q.ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?
Ans:ওয়াটসন ও ক্রিক
Q.হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ?
Ans:বিশেষ ধরনের অনৈচ্ছিক
Q.কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
Ans:উট
Q.আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
Ans:৩
Q.প্রবাল এক প্রকার ?
Ans:বহুকোষী কীট
Q.হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
Ans:আমিষ
Q.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
Ans:লেন্সের
Q.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
Ans:হেপারিন
Q.মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
Ans:২ টি
Q.মানব চোখে পেশীর সংখ্যা কত ?
Ans:৬ টি
Q.চোখের পানির উত্স কোথায় ?
Ans:ল্যাক্রিমাল গ্রন্থী
Q.ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
Ans:বিটা কোষে
Q.চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
Ans:কর্ণিয়া
Q.ব্লাড ক্যান্সার কেন হয় ?
Ans:রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
Q.ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
Ans:বৃহদন্তে
Q.ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
Ans:ভিলাস
Q.মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
Ans: সিকামে
Q.থাইরয়েডের অবস্থান কোথায় ?
Ans:গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
Q.নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
Ans:পিটুইটারি
Q.কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
Ans:ইস্টজেন
Q.রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
Ans:ডায়াবেটিস
Q.অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ?
Ans:রেটিনা
Q.কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ?
Ans:অগ্নাশয়
Q.দেহে মেলানিনের প্রধান কাজ কি ?
Ans:সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা
Q.দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?
Ans:শ্বসন
Q.লিউকোমিয়া রোগের কারণ কি ?
Ans:রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া
Q.অনুচক্রিকার কাজ কি ?
Ans:রক্ত জমাট বাধায়
Q.মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?
Ans:উরুর অস্থি
Q.রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?
Ans:সিরাম
Q.রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?
Ans:৫০০ : ১
Q.মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
Ans: দেহ কোষে
Q.শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?
Ans:টেস্টোস্টেরন
Q.কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
Ans:পিটুইটারি
Q.মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
Ans:ফিমার
Q.রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
Ans:শিরায়
Q.প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
Ans:অক্সিজেন মিশ্রিত
Q.স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
Ans:এক্সেন
Q.রক্ত কি ধরনের কলা ?
Ans:যোজক কলা
Q.জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
Ans:অক্সিটোসিন
Q.লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
Ans:গ্রোথ হরমোন
Q.কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
Ans:HCL
Q.মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
Ans:উইলিয়াম হার্ভে
Q.একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
Ans:১২ - ১৮ বার
Q.কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ?
Ans:গ্লোকাগন
Q.রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?
Ans:পিত্তরস
Q.মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?
Ans:স্টেপিস
Q.কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?
Ans:সাইনভিয়াল সন্ধি
Q.নিউরন কি ?
Ans:স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
Q.কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?
Ans:বিলিরুবিন
Q.পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?
Ans:পাকস্থলী
Q.মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
Ans:৩৫০ মি.লি.
Q.মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
Ans:মেলানিন
Q.ধমনী শেষ হয় কোথায় ?
Ans:লসিকায়
Q.প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
Ans:৭২
Q.মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
Ans:২৪ টি
Q.মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
Ans:ডিম্বাণু
Q.খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
Ans:ক্ষুদ্রান্তে
Q.ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
Ans:অস্থিতে
Q.জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
Ans:অ্যালডোস্টেরন
Q.দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
Ans:টেস্টোস্টেরন
Q.ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
Ans:অ্যাড্রনালিন
Q.কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
Ans:প্যারা থরমোন
Q.প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
Ans:দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
Q.যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
Ans:গ্লাইকোজেন রূপে
Q.জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
Ans:কার্বন
Q.বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
Ans:টিস্প্যানিক পর্দা
Q.আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
Ans:পেপসিন
Q.চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
Ans:রেটিনা
Q.থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
Ans:থাইরক্সিন
Q.মুত্র প্রস্তুত হয় কোথায় ?
Ans:কিডনীতে
Q.একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
Ans:১ টি
Q.শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
Ans:কিডনি
Q.একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
Ans:০.৪ সেকেন্ড
Q.নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
Ans: ১২৫ মিটার
Q.চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
Ans:লেকরিমাল গ্রন্থি থেকে
Q.মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
Ans:যকৃত
Q.পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
Ans:ডিওডেনাম
Q.ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
Ans:ইনসুলিন
Q.মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
Ans:হরমোন
Q.অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
Ans:যকৃত এ
Q.মুত্র হলুদ দেখায় কেন ?
Ans:বিলিরুবিনের জন্য
Q.মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
Ans:এমোনিয়া
Q.কিডনীর কার্যকরী একক কী ?
Ans:নেফরন
Q.বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
Ans:ডায়াফ্রাম
Q.বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
Ans:যকৃত
Q.রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
Ans:ল্যান্ড ষ্টিনার
Q.রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
Ans:রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
Q.অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
Ans:১০ দিন
Q.লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
Ans:১২০ দিন
Q.মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
Ans:চার প্রকোষ্ট বিশিষ্ট
Q.পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
Ans:অক্সিজেন বাহী রক্ত
Q.হিমোগ্লোবিনের কাজ কী ?
Ans:অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
Q.রক্ত কতো প্রকার ?
Ans:৩ প্রকার
Q.মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
Ans:20 টি
Q.মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
Ans: ৩৩ টি
Q.রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
Ans:অস্থিমজ্জায়
Q.রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
Ans: লোহিত রক্তকনিকায়
Q.ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
Ans:হৃদপিন্ডের প্রসারণ
Q.সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
Ans:হৃদপিন্ডের সংকোচন চাপ
Q.স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
Ans:১৫ পাউন্ড
Q.সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
Ans:৩৬.৯ ডিগ্রী
Q.সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
Ans:প্রক্সিমা সেন্টারাই
Q.শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
Ans:ক্যাসিনি
Q.মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
Ans:পাথ ফাইন্ডার
Q.মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
Ans:ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)
Q.চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
Ans:নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
Q.চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
Ans:অ্যাপোলো -১১
Q.চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
Ans:২১ জুলাই , ১৯৬৯ সালে
Q.মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
Ans:লাইকা নামের কুকুর
Q.পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
Ans:উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
Q.স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
Ans:১৯৫৭ সালে
Q.মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
Ans:স্ফুটনিক -১
Q.নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans:যুক্তরাষ্টের ফ্লোরিডায়
Q.নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
Ans:১৯৫৮ সালে
Q.আলকাতরা কী থেকে তৈরী হয় ?
Ans:কয়লা
Q.প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
Ans:রাদারফোর্ড
Q.অ্যাসিড আবিস্কার হয় কবে ?
Ans:১৯৮১ সালে
Q.মুক্তা কীভাবে তৈরী হয় ?
Ans:ঝিনুকের প্রদাহের ফলে
Q.প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
Ans:লেডী এ্যাডো অগাস্টা
Q.বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
Ans:ENIAC
Q.ল্যাপটপকী ?
Ans:এক ধরনের ছোট কম্পিউটার
Q.ইলেকট্রন কে আবিস্কার করেন ?
Ans:জন থম্পসন
Q.রকেটের সূত্রের আবিস্কারক কে ?
Ans:গডার্ড
Q.আলোর গতির আবিস্কারক কে ?
Ans:এ মাইকেলসন
Q.ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
Ans:নিউটন
Q.রিলেটিভিটির সুত্র কে আবিস্কার করেন ?
Ans:এলবার্ট আইনস্টাইন
Q.হোমিওপ্যাথিক ঔষুধের আবিস্কার করেন কে ?
Ans:হ্যানিম্যান
Q.বংশ গতিবিদ্যার জনক কে ?
Ans:মেন্ডেল
Q.মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন ?
Ans:রাদারফোর্ড
Q.এটম বোমা কে আবিস্কার করেন ?
Ans:অটোহ্যান
Q.পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
Ans:ওপেন হেমার
Q.পেনিসিলিন কে আবিস্কার করেন ?
Ans:আলেকজান্ডার ফ্লেমিং
Q.আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
Ans:চার্লস ব্যাবেজ
Q.কম্পিউটার কে আবিস্কার করেন ?
Ans:হাওয়ার্ড এইকিন
Q.বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন ?
Ans:জেমস ওয়াট
Q.রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?
Ans:স্টিফেনসন
Q.রেডিও কে আবিস্কার করেন ?
Ans:মার্কনি
Q.টেলিভিশন কে আবিস্কার করেন ?
Ans:জন এল বেয়ার্ড
Q.দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
Ans:ল্যাকটোমিটার
Q.রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে ?
Ans:গামা রশ্মি
Q.ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
Ans:সিসমোগ্রাফ
Q.উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
Ans:ট্যাকমিটার
Q.প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
Ans:৫০ টি

PDF FILE DETAILS :
FILE NAME :300 বিজ্ঞান & সাধারণ জ্ঞান
FILE PAGE :53
FILE SIZE :1.20 MB
FILE LANGUAGE : bengali

FILE DOWNLOAD : CLICK HERE 

আরও পড়ুন ঃ


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you