Monday 6 April 2020

physics gk in bengali pdf-পদার্থ বিজ্ঞান Oneliner

physics gk in bengali pdf-পদার্থ বিজ্ঞান Oneliner 


প্রিয় বন্ধুগণ , আগত competitive পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে ? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি physics gk in bengali pdf-পদার্থ বিজ্ঞান Oneliner যা আপনাদের পরীক্ষার প্রস্তিটি নিতে সাহায্য করবে তাই আর দেরী অন করে নিচে PDF ফাইল দীয়ব্ন্লাদ করে নিন |
PDF এর কিছু নমুনা :
প্রশ্ন: এক কুলম্ব আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে ?
উত্তর: 6.25 *1018
প্রশ্ন: তাপ ও তড়িতের সুপরিবাহী?
উত্তর: গ্রাফাইট
প্রশ্ন: মো কোন রাশির একক ?
উত্তর: পরিবাহিতা
প্রশ্ন: আমাদের শক্তির  প্রধান উত্স কি?
উত্তর: সূর্য 
প্রশ্ন: নিউট্রন কে আবিস্কার করেন ?
উত্তর: স্যাডউইক
প্রশ্ন: রিউমার স্কেলের উর্ধস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্ক এর মধ্যে পার্থক্যকত?
উত্তর: 80
প্রশ্ন : এক কিলো ওয়াট আওয়াট বলতে কত ওয়াট বলতে বোঝায়?
উত্তর: 36*105
প্রশ্ন: তরীত চালক বলের ব্যবহারিক একক কি ?
উত্তর: ভোল্ট
প্রশ্ন: গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয় ?
উত্তর: খাদ্যের জীবানু নিয়ন্ত্রণে
প্রশ্ন: সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে ?
উত্তর: বিকিরণ
প্রশ্ন: শব্দতরঙ্গ হলো ----
উত্তর: একপ্রকার স্থিতিস্তাপক তরঙ্গ
প্রশ্ন: প্লবতা কোন দিকে কাজ জ্করে ?
উত্তর: ঊর্দ্ধমুখে
প্রশ্ন: চাদের কোনো বায়ুমন্ডল নাই কেন ?
উত্তর: চাদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম
প্রশ্ন: সবুজ আলতে একটি লাল ফুলকে কি রঙের দেখাবে ?
উত্তর: কালো
প্রশ্ন: দর্পনে যখন দেখা যায় ঘড়িতে 3 তে বাজে তখন আসল সময় কত ?
উত্তর: 9 টা
প্রশ্ন : ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে ---
উত্তর: নিন্ম গলনাঙ্ক
প্রশ্ন: শব্দের প্রবল্যের একক কি ?
উত্তর: ডেসিবেল
প্রশ্ন: 1 গ্রাম অনুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অনু থাকে ?
উত্তর: 6.023*1023
প্রমান উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাস এর গ্রাম আনবিক আয়তন কত?
উত্তর: 22.4 L  
প্রশ্ন: তাপ প্রয়োগ কর্ল্র কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিনত হয় ?
উত্তর: এন্টিমনি
প্রশ্ন: বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে ?
উত্তর: অসৎ সমশীর্য
প্রশ্ন: কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় ?
উত্তর: বোসন
প্রশ্ন: X রশ্মির আধান কত?
উত্তর: শূন্য
প্রশ্ন: কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক ?
উত্তর: তরীত  শক্তি
প্রশ্ন: আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় ?
উত্তর: বিচ্ছুরন
প্রশ্ন: A ও B দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হলে | B এর আপেক্ষিক তাপ A এর দিগুন হলে , A ও B এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত হবে ?
উত্তর: 2:1
প্রশ্ন: কোনো গ্যাস এর আনবিক ঘনত্ব 42 হলে ঐ গ্যাস এর বাস্প ঘনত্ব কত হবে ?
উত্তর: 21
প্রশ্ন: 273C তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে মান কত?
উত্তর: 0C
প্রশ্ন: 11Na23 পরমানুর ইলেকট্রন বিনাশ্যের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে কটি ইলেকট্রন আছে?
উত্তর: 1 টি
প্রশ্ন: কোনো মৌলের পারমানবিক সংখ্যা 2 ও ভরসংখ্যা 4 হলে মৌলটির প্রোটন সংখ্যা কত ?
উত্তর: 2 টি
প্রশ্ন: কোন উস্নতায় সেন্টিগ্রেট ও ফারেনহাইট স্কেলের মান সমান হয় ?
উত্তর: -40

প্রশ্ন: প্রিজমে কটি ত্রিকনাকার তল থাকে ?
নিচে pdf ফাইল download করুন 

PDF FILE DETAILS :
 FILE NAME :পদার্থ বিজ্ঞান Oneliner
FILE LANGUAGE : BENGALI
FILE PAGE :5
FILE SIZE :
FILE DOWNLOAD : CLICK  HERE 

3 comments:

Dont Leave Any Spam Link

Recommended for you