Saturday 4 March 2023

প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর।WB Primary TET Interview Questions Answers


প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর।WB Primary TET Interview Questions Answers

 নমস্কার বন্ধুরা,

প্রাইমারি টেট ইন্টারভিউ পক্রিয়া বর্তমানে শুরু হয়েছে । এটি  নিজেকে শিক্ষক  রুপে প্রতিষ্ঠিত  করবার  শেষ ধাপ , তাই প্রস্তুতি ভালকরে প্রস্তুতি নিতে হবে । তাই আজ আমরা আপনাদের সহযোগিতা করতে নিয়ে এসেছি ইন্তারভিউ উপযোগী কিছু প্রশ্ন উত্তর , ইন্টারভিউ  ডকুমেন্ট,ইন্টারভিউয়ের  পোশাক  সাথে  প্রয়োজনীয় তথ্য। 

  • আপনি কেন শিক্ষক হতে চান?
  • আমার বইসম্পর্কে কিছু বলতে পারবেন কি?
  • বর্তমান অনলাইনে পড়াশুনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল কতটা কুফল বয়ে আনছে বলে আপনি মনে করছেন?
  • আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্তেও এই চাকরিতে আবেদন করলেন কেন?
  • অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়?
  • এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন?
  • CCE – এর পুরো কথার অর্থ কি ?
  • প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া থাকে, এই প্রস্তাবনা দেওয়ার কারণ কি?
  • কখন একজন শিক্ষকে তুমি সার্থক বলবে?
  • স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি?
  • এডুকেশন বলতে আপনি কি বোঝেন?
  • কারিগরি বুনিয়াদি শিক্ষার মধ্যে পার্থক্য কি?
  • ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা?
  • বিদ্যালয় জন্য বিশেষ কিছু কি করবেন?
  • কৃত্তিম শৃঙ্খলা বলতে কি বোঝেন?
  • স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত?
  • ধরুন আপনার সহশিক্ষক প্রায় দিন বিদ্যালয়ে দেরী করে আসেন এবং উনার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করবেন?
  • .কোন রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার কি অনুমতি দেওয়া ঠিক হবে বলে তোমার মনে হয়?
  • তুমি কি পণপ্রথা সমর্থন করো?
  • আপনি আপনার সংসার চাকরী দুটি কিভাবে একসাথে সামলাবেন?
  • মানব অধিকার কি? এটি রক্ষা করা কেন প্রয়োজন?
  • বর্তমান বেকারত্ব বিষয়টাকে আপনি কি ভাবে দেখছেন? সরকারের সম্পর্কে কি রূপ পদক্ষেপ নিচ্ছে এবং কি রূপ পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
  • কোভিড পরিস্থিতে স্কুল খোলা ঠিক না ভুল তার পরিপ্রেক্ষিতে যুক্তি দাও
  • কোন খবরের কাগজ পড়েন? তার সম্পাদক কে?
  • মনীষীদের বাণী পড়ার কী উপযোগিতা রয়েছে বলে আপনার মনে হয় ?
  • সম্প্রতি কার লেখা পড়েছেন? রবীন্দ্রনাথ শরৎচন্দ্র লেখার তফাৎ কতটা?
  • আপনি কার জীবনী পড়ে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হন?
  • তাঁর জীবনের দুটি ঘটনা বা বাণী বলুন যা আপনাকে অনুপ্রাণিত করেছে
  •  পার্শ্বশিক্ষক' কথাটি কেন বলা হয়?
  • যদি কোনো শিক্ষার্থী বার বার অকৃতকার্য হয় তাহলে একজন শিক্ষকের কী করা উচিত?
  • জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন?
  • একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে আপনি কী করবেন?
  • Right to Education সংবিধানের কোন ধারায় রয়েছে?
  • কোঠারী কমিশন কবে প্রবর্তিত হয়েছিল?
  • মন্তেসরি শিক্ষাব্যবস্থার প্রবর্তক কে?
  • দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয়?
  • পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে একটি ছাত্র/ছাত্রী ধরা পড়ল আপনি কী করবেন?

বেশীরভাগ প্রশ্ন শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে করা হয়ে থাকে তাই শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ের বই পড়লে বিষয় সম্পর্কে জানতে পারবেন ।

এবার আসি ইন্টারভিউ এর জন্য কি ডকুমেন্ট নেবেনঃ

এখানে আপনার যাবতীয় অ্যাকাডেমিক তথ্য যাচাই করা হয়ে থাকে তাই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন যেমন-

  • অনলাইন অ্যাপলিকেশন ফর্ম   
  • অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্ম
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড মাকসিট ও সার্টিফিকেট
  • গ্রাজুয়েশনের মার্কশীট ও সার্টিফিকেট
  • ডি. এল .এড / বি. এড ট্রেনিং এর মার্কসিট ও সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • যদি কাস্ট সার্টিফিকেট
  • আপনার পাসপোর্ট সাইজ ছবি 

এবার আসি ইন্টারভিউয়ের জন্য কি পোশাক পড়বেন:

  • ছেলেদের ক্ষেত্রে ফরমাল ফুলহাতা জামা ও প্যান্ট
  • মহিলাদের ক্ষেত্রে শাড়ি পড়াটাই বাঞ্ছনীয় চুরিদারও পড়তে পারেন। 
  • তবে পোশাকের রং যেন হালকা হয়
  • ফরমাল জুতো পড়তে পারেন

এবার আসি মনকে কিভাবে শান্ত করবেন:

  • অনেকেই বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে বিচলিত করবে, সে সব কথায় কান দেবেন না, নিজের মনকে স্থির রাখুন।
  • আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে বলা প্র্যাকটিস করুন এবং ভাবুন যে আমি পারবো। আমাকে পারতেই হবে।

সকলকে ইন্টারভিউ এর জন্য বেস্ট অফ লাক। আমাদের সাথে যুক্ত থাকুন।

PDF FILE DETAILS :
FILE NAME : tet interview
FILE PAGE :2
FILE SIZE :270 KB
FILE LANGUAGE : Bengali

FILE DOWNLOAD : CLICK HERE


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you