প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর।WB Primary TET Interview Questions Answers |
নমস্কার বন্ধুরা,
প্রাইমারি টেট ইন্টারভিউ পক্রিয়া বর্তমানে শুরু হয়েছে । এটি নিজেকে শিক্ষক রুপে প্রতিষ্ঠিত করবার শেষ ধাপ , তাই প্রস্তুতি ভালকরে প্রস্তুতি নিতে হবে । তাই আজ আমরা আপনাদের সহযোগিতা করতে নিয়ে এসেছি ইন্তারভিউ উপযোগী কিছু প্রশ্ন উত্তর , ইন্টারভিউ ডকুমেন্ট,ইন্টারভিউয়ের পোশাক সাথে প্রয়োজনীয় তথ্য।
- আপনি কেন শিক্ষক হতে চান?
- ‘আমার বই’ সম্পর্কে কিছু বলতে পারবেন কি?
- বর্তমান অনলাইনে পড়াশুনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বয়ে আনছে বলে আপনি মনে করছেন?
- আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্তেও এই চাকরিতে আবেদন করলেন কেন?
- অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়?
- এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন?
- CCE – এর পুরো কথার অর্থ কি ?
- প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া থাকে, এই প্রস্তাবনা দেওয়ার কারণ কি?
- কখন একজন শিক্ষকে তুমি সার্থক বলবে?
- স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি?
- এডুকেশন বলতে আপনি কি বোঝেন?
- কারিগরি ও বুনিয়াদি শিক্ষার মধ্যে পার্থক্য কি?
- ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা?
- বিদ্যালয় জন্য বিশেষ কিছু কি করবেন?
- কৃত্তিম শৃঙ্খলা বলতে কি বোঝেন?
- স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত?
- ধরুন আপনার সহশিক্ষক প্রায় দিন বিদ্যালয়ে দেরী করে আসেন এবং উনার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করবেন?
- .কোন রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার কি অনুমতি দেওয়া ঠিক হবে বলে তোমার মনে হয়?
- তুমি কি পণপ্রথা সমর্থন করো?
- আপনি আপনার সংসার ও চাকরী দুটি কিভাবে একসাথে সামলাবেন?
- মানব অধিকার কি? এটি রক্ষা করা কেন প্রয়োজন?
- বর্তমান বেকারত্ব বিষয়টাকে আপনি কি ভাবে দেখছেন? সরকারের এ সম্পর্কে কি রূপ পদক্ষেপ নিচ্ছে এবং কি রূপ পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
- কোভিড
পরিস্থিতে স্কুল খোলা ঠিক
না ভুল তার পরিপ্রেক্ষিতে
যুক্তি দাও।
- কোন খবরের কাগজ পড়েন? তার সম্পাদক কে?
- মনীষীদের বাণী পড়ার কী উপযোগিতা রয়েছে বলে আপনার মনে হয় ?
- সম্প্রতি কার লেখা পড়েছেন? রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র লেখার তফাৎ কতটা?
- আপনি কার জীবনী পড়ে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হন?
- তাঁর জীবনের দুটি ঘটনা বা বাণী বলুন যা আপনাকে অনুপ্রাণিত করেছে।
- ‘পার্শ্বশিক্ষক' কথাটি কেন বলা হয়?
- যদি কোনো শিক্ষার্থী বার বার অকৃতকার্য হয় তাহলে একজন শিক্ষকের কী করা উচিত?
- জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন?
- একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে। আপনি কী করবেন?
- Right to Education সংবিধানের কোন ধারায় রয়েছে?
- কোঠারী কমিশন কবে প্রবর্তিত হয়েছিল?
- মন্তেসরি শিক্ষাব্যবস্থার প্রবর্তক কে?
- দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয়?
- পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে একটি ছাত্র/ছাত্রী ধরা পড়ল। আপনি কী করবেন?
বেশীরভাগ প্রশ্ন শিশুশিক্ষা
ও মনস্তত্ত্ব থেকে করা হয়ে থাকে তাই শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ের বই পড়লে বিষয়
সম্পর্কে জানতে পারবেন ।
এবার আসি ইন্টারভিউ এর জন্য
কি ডকুমেন্ট নেবেনঃ
এখানে আপনার যাবতীয় অ্যাকাডেমিক
তথ্য যাচাই করা হয়ে থাকে তাই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন যেমন-
- অনলাইন অ্যাপলিকেশন ফর্ম
- অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্ম
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড মাকসিট ও সার্টিফিকেট
- গ্রাজুয়েশনের মার্কশীট ও সার্টিফিকেট
- ডি. এল .এড / বি. এড ট্রেনিং এর মার্কসিট ও সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- যদি কাস্ট সার্টিফিকেট
- আপনার পাসপোর্ট সাইজ ছবি
এবার আসি ইন্টারভিউয়ের জন্য কি পোশাক পড়বেন:
- ছেলেদের ক্ষেত্রে ফরমাল ফুলহাতা জামা ও প্যান্ট
- মহিলাদের ক্ষেত্রে শাড়ি পড়াটাই বাঞ্ছনীয় চুরিদারও পড়তে পারেন।
- তবে পোশাকের রং যেন হালকা হয়
- ফরমাল জুতো পড়তে পারেন
এবার আসি মনকে কিভাবে শান্ত করবেন:
- অনেকেই বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে বিচলিত করবে, সে সব কথায় কান দেবেন না, নিজের মনকে স্থির রাখুন।
- আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্বন্ধে বলা প্র্যাকটিস করুন এবং ভাবুন যে আমি পারবো। আমাকে পারতেই হবে।
সকলকে ইন্টারভিউ এর জন্য বেস্ট অফ লাক। আমাদের সাথে যুক্ত থাকুন।
PDF FILE DETAILS :
FILE NAME : tet interview
FILE PAGE :2
FILE SIZE :270 KB
FILE LANGUAGE : Bengali
FILE DOWNLOAD : CLICK HERE
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link