Monday 21 March 2022

Daily current affairs in bengali 21/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/03/2022

Daily current affairs in bengali 21/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/03/2022
Daily current affairs in bengali 21/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21/03/2022

 1.2022 সালের world happiness index অনুযায়ী ভারতের স্থান 136 তম। এটি United nation sustainable development solution network দ্বারা প্রকাশিত হয়। প্রথম স্থানে আছে ফিনল্যান্ড।

2.Miss World 2021 এর খেতাব জিতলেন Rolina Bielawask . ইনি পোল্যান্ডের বাসিন্দা।

3.2022 সালে world sleep day পালন করা হলো আঠারোই মার্চ।

4.অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থবছর 2022-23 এরজন্য জম্বু কাশ্মীরের উদ্দেশ্যে 1.42 লক্ষ কোটি টাকা বাজেটের জন্য ঘোষণা করল। জম্মু-কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

5.Hurun Global Rich Index 2022 তে শীর্ষস্থান দখল করলো এলন মাস্ক।

6.আজ দিখা আমৃত উৎসব উদযাপনের জন্য ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার মাদাগাস্কারে মহাতমা গান্ধী গ্রীন ট্রায়াঙ্গেলের উদ্বোধন করলেন।

7.Asian youth and junior boxing championship তে পাঁচজন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জিতল।

8.36 th international geographical Congress অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে।



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you