Daily current affairs in bengali 07/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 07/05/2023
![]() |
Daily current affairs in bengali 07/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 07/05/2023 |
Daily current affairs in bengali 07/05/2023
1.সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার Toddy Tappers এর জন্য নতুন গীতা কারমিকুলাম ভীম নামে বীমা প্রকল্প চালু করল।
2.Santiago Pena প্যারাগুয়ে দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন।
3.উত্তরপ্রদেশ রাজ্য সরকার অযোধ্যায় ভগবান রামের গল্প বর্ণনা করার জন্য ডিসনিল্যান্ডের আদলে একটি থিম পার্ক রামাল্যান্ড তৈরি করার ঘোষণা করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।
4.হিমাচল প্রদেশ সরকার স্পিতি উপত্যকায় মহিলাদের জন্য ১৫০০ টাকা মাসিক ভাতা ঘোষণা করল।হিমাচল প্রদেশর গ্রীষ্মকালীন রাজধানী সিমলা , শীতকালীন রাজধানী ধর্মশালা ।
5.ভারত সরকার ইজরাইল দেশের সাথে শিল্পগত গবেষণা ও বিকাশের সহযোগিতার জন্য মৌ সাক্ষার করলো ।
6.Coal India এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডেট এর পদে নিযুক্ত হলেন পোলাভারপু মল্লিকার্জুন প্রাসাদ। সদর দপ্তর কলকাতায় অবস্থিত প্রতিষ্ঠা সালে 1975 ।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link