Tuesday 9 May 2023

Daily current affairs in bengali 08/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 08/05/2023

                             Daily current affairs in bengali 08/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 08/05/2023

Daily current affairs in bengali 08/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 08/05/2023

1.সম্প্রতি উড়িষ্যার রাজ্য সরকার আদর্শ কলোনি উদ্যোগ চালু করল।

2.সম্প্রতি এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে ভারতীয় বিমানবাহিনীর নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত করা হলো।

3.সম্প্রতি বাবার আজাম পাকিস্তানের ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওডিআই তে দ্রুততম ৫০০০ রান পূর্ণ করল।

4.প্রতিবছর ৭ই মে World athletic day পালন করা হয়।

5.সম্প্রতি উড়িষ্যা রাজ্যে বিহান মেলা পালিত হল।

6.সম্প্রতি জাপান দেশ Basic plan on occan policy গ্রহণ করল।

7.সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য 2022-23 HUDCO পুরস্কারে ভূষিত হল। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বিপন্ন স্বপনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র খোলা হল।

8.ভারত ইউনাইটেড কিংডমের সাথে NET ZERO উদ্ভাবন ভার্চুয়াল সেন্টার চালু করুন।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you