Daily current affairs in bengali 27/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27/04/2023
Daily current affairs in bengali 27/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27/04/2023 |
Daily current affairs in bengali 27/04/2023
1.World intellectual property দিবস প্রতিবছর ২৬ এপ্রিল পালন করা হয়।
2.সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের মানামাদুরাই মৃতপাত্র জিআই ট্যাগ পেল। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী আছেন কে .স্ট্যালিন।
3.Nasscom এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অনন্ত মহেশ্বরী।
4.কেরালার শহর তিরুবন্তপুরমে প্রথম ডিজিটাল সাইন্স পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
5.Mixed Martial art -1Federation এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মহাবীর সিং ফোগাট।
6.সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরু শহরে প্রথম G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম বৈঠক শুরু হল
7.কার্লোস আলকারাজ 2023 ATP Barcelona open cup পুরুষ একক বিভাগে জয়লাভ করল।
8.ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া ।
9.সম্প্রতি প্রথম দেশ হিসেবে জাপান মহিলাদের গর্ভপাত করার পিল ঔষধের অনুমোদন দিল। জাপানের রাজধানী টোকিও
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link