Daily current affairs in bengali 28/04/2023 |
Daily current affairs in bengali 28/04/2023
1.সম্প্রতি Odisha FC , 2023 Hero super Cup জয়লাভ করলো।
2.সম্প্রতি মেস্কিকোতে বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল খুঁজে পাওয়া গেল।
3.Guyana দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে ভারত Air Survives Agreement স্বাক্ষর করলো।
4.সম্প্রতি অমিতাভ ঘোষ "smoke and Ashes: A writer journey through opium hidden histories" শিরোনামে বইটা লিখলেন।
5.SIPRI রিপোর্ট অনুযায়ী বিশ্বের মধ্যে সামরিক ব্যয় ভারতের স্থান চতুর্থ।
6.বর্ডার রোড অর্গানাইজেশন উত্তরাখান্ড রাজ্যের মানা গ্রামকে প্রথম ভারতীয় গ্রাম হিসেবে ঘোষণা করল।
7.সম্প্রতি সাইক্লিং ফেডারেশনের সভাপতি পদে মনোনীত হলেন পঙ্কজ সিং।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link