Daily current affairs in bengali 27/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27/04/2022
Daily current affairs in bengali 27/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27/04/2022 |
1.সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার সম্পূর্ণ ডিজিটাল টিকেটিং সিস্টেম সহ বাস পরিষেবা চালু করল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
2.2022 সার্ভে ওপেন শিরোপা জিতল আন্দ্রে রুবলেভ।
3.মাক্স ভাস্তাপেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2022 পুরস্কার জিতল।
4.প্রতি বছর 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া ডে পালন করা হয়।
5.নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুমন কে বেরি।
6.প্রতিবছর 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন করা হয়।
7.সম্প্রতি প্রয়াত বীণাপাণি মহান্ত সাহিত্য ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link