Friday 27 March 2020

Number System tips in Bengali PDF -একনজরে Number system

Number System tips in Bengali PDF -একনজরে Number system 

প্রিয় বন্ধুগণ , আগত competitive পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন চলছে ? আজ আমরা একটু গণিত নিয়ে আলোচনা করবো , তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একনজরে Number system সম্পর্কিত একটি PDF ফাইল
আর দেরী না করে নিচ্জে থেকে pdf ফাইল download করুন |

PDF এর কিছু নমুনা :


শূন্য সংক্রান্ত টিপস্:

1. শূন্য সংখ্যাটি ধনত্মক বা ঋণাত্মক কোনটাই নয় |
2. শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুন করলে গুনফল সর্বদা শূন্য হবে |যেমন: 0 ×5=0
3. শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুন করলে গুনফল সর্বদা শূন্য হবে|যেমন:5 ×0=0
4. শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা শূন্য হবে |যেমন: 0÷5=0
5. শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ  করলে ভাগফল  সর্বদা অসীম(infinity)  হবে|যেমন: 5÷0=
6. শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসঙ্গত হবে|0÷0=অসঙ্গত
7.যে কোনো সংখ্যার ঘাত(power) শূন্য হওয়ার অর্থ হলো ফল সর্বদা 1 | যেমন : 50 =1
মৌলিক ও যৌগিক সংখ্যা সংক্রান্ত টিপস্:
 



1.প্রথম মৌলিক সংখ্যা =2
2. প্রথম যৌগিক সংখ্যা =4
3. প্রথম জোড় যৌগিক সংখ্যা =4
4. প্রথম বিজোড় যৌগিক সংখ্যা =9
5. একমাত্র জোড় মৌলিক সংখ্যা =2
6. পরপর দুটি মৌলিক সংখ্যা =2ও3
7. দুটি মৌলিক সংখ্যার সাধারণ উত্পাদক সংখ্যা =1 টি , সেটি হলো 1.
8. 1 থেকে 50 –এর মধ্যে মৌলিক সংখ্যা =15 টি
9. 1 থেকে 100 –এর মধ্যে মৌলিক সংখ্যা = 15+10 =25 টি
10. 1 থেকে 150 –এর মধ্যে মৌলিক সংখ্যা = 15+10+10 = 35 টি
11. 1 থেকে 200 –এর মধ্যে মৌলিক সংখ্যা = 15+10+10+11 =46 টি



নিচে PDF ফাইল DOWNLOAD করুন 

PDF FILE DETAILS :
FILE NAME :একনজরে Number system
FILE LANGUAGE : BENGALI
FILE SIZE :426 KB
FILE PAGE: 3
FILE DOWNLOAD : CLICK HERE 


1 comment:

Dont Leave Any Spam Link

Recommended for you