Daily current affairs in bengali 26/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26/04/2022
Daily current affairs in bengali 26/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26/04/2022 |
1.2022 Wimbledon championship অংশগ্রহণের ক্ষেত্রে রাশিয়াও বেলারুশ খেলোয়াড়দের নিষিদ্ধ করা হলো।
2.Invictus Games 2022 সম্প্রতি নেদারল্যান্ডে অনুষ্ঠিত হলো।
3.বিশ্বের প্রথম দেশ হিসেবে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ব্যাংক খোলা আমেরিকা।
4.ভারতের দুজন ক্রিকেটার wisden cricketer of the year 2022 তালিকায় স্থান পেয়েছেন।
5.শ্রীলংকা ডিসটিক এ জ্বালানি খাতে সহায়তা করার জন্য 500 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করল ভারত।
6.দেশের প্রথম রাজ্য হিসাবে তামিলনাড়ুতে শৈবাল চাষের জন্য Seaweed Farming স্থাপন করা হয়েছে।
7.TATA DIGITAL এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এন চন্দ্রশেখর।
8.2023 সালের মধ্যে ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে চলেছে কলকাতায়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link