Daily current affairs in bengali 23/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23/03/2022 |
1.2022 সালের Hero ISL চ্যাম্পিয়ন হলো ফুটবল টিম হায়দরাবাদ এফসি।
2.সম্প্রতি হরিয়ানা রাজ্যে Surajkund international craft Mela শুরু হলো। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার
3.2022 সালে Asian 100 Up billions championship জয়লাভ করলেও পঙ্কজ আদবানী।
4.2022 সালের 19 শে মার্চ Central reserve police force তাদের 83 তম প্রতিষ্ঠা দিবস পালন করল। হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিরেক্টার জেনারেল আছেন কুলদীপ সিং।
5.সম্প্রতি সুরেশ রায়না প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড 2022 এর মর্যাদাপূর্ণ স্পোর্টস আইকন পুরস্কারে ভূষিত হলেন।
6.Tata consultancy service এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন রাজেশ গোপিনাথান। হেডকোয়ার্টার মুম্বাই।
7.Rahul Bajaj: an extraordinary life শিরোনামে জীবন গ্রন্থটি লিখলেন গীতা পিরামাল।
8.SAFF U18 women championship 2022 অনুষ্ঠিত হচ্ছে জামশেদপুরে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link