Daily current affairs in bengali 22/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22/03/2022 |
1.সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার meri policy meri heart চ্যাম্পিয়ন লঞ্চ করল। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।
2.সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার জমির রেকর্ড সহজে নিশ্চিত করার জন্য Dishaank অ্যাপ লঞ্চ করল।
3.International day of happiness প্রতিবছর 20 মার্চ পালন করা হয়।
4.সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আসামে unique land parcel identification number (ULPIN) লঞ্চ করল। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
5.শ্রীলঙ্কাতে 2022 সালে BIMSTEC summit অনুষ্ঠিত হবে।
6.ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে নতুন ছোট উপগ্রহ উৎক্ষেপণ জান SSLV এর air solid fuel based booster stage ইনস্টল পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করল।
7.সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী Asia one magazine এর তরফ থেকে Kuwait 19 Commitment award পেলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
8.2050 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার প্রথম শহর হিসেবে মুম্বাই বিস্তারিত কাঠামো ঘোষণা করেছে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link