Daily current affairs in bengali 20/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20/03/2022
Daily current affairs in bengali 20/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20/03/2022 |
1.31 st GD Birla Award পেতে চলেছেন নারায়ন প্রধান। মেটারিয়াল সাইন্স বিষয়ে অবদানের জন্য তিনি এই পুরস্কার পেতে চলেছেন।
2.কেরালা রাজ্য সর্বনিম্ন মাতৃমৃত্যুর হার তালিকায় প্রথম স্থানে আছে।
3.সম্প্রতি Axis Bank "Asian Bank of Year Award" 2021 জিতল। অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর মুম্বাই।
4.সম্প্রতি ISRO মহাকাশ গবেষণা সংস্থা ছাত্রদের জন্য তরুণ বিজ্ঞানী প্রোগ্রাম YUVIKA এর আয়োজন করল। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ।
5.Toyota Mirai ভারতের প্রথম fuel cell electric vehicle.
6.সম্প্রতি রাশিয়া ইন্সটাগ্রাম এর বিকল্প হিসাবে Rossgram লঞ্চ করল।
7.সম্প্রতি বিকাশ রাজ তেলেঙ্গানা রাজ্যের chief electoral officer হিসেবে নিযুক্ত হলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
8.বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 250 টি উইকেট নিলেন ঝুলন গোস্বামী।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link