Saturday 19 March 2022

Daily current affairs in bengali 19/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/03/2022

Daily current affairs in bengali 19/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/03/2022
Daily current affairs in bengali 19/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/03/2022

1.International day of action for Rivers 14 ই মার্চ পালন করা হয়।

 2.FIDE chess Olympiad 2022 চেন্নাই  এ অনুষ্ঠিত হবে।

3.My 11 Circle এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়।

4.বর্তমানে  Mahanadi coalfields limited ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

5.ভারতের গুরগাঁও হরিয়ানা তে প্রথম world peace centre প্রতিষ্ঠিত হতে চলেছে। হরিয়ানার রাজধানী চন্ডিগড় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

6.সম্প্রতি অভয় কে Moonsoon নামে একটি কবিতার বই লিখলেন।

7.Nation fast AI & robotic technology park (ARTPARK) সম্প্রতি উদ্বোধন করা হলো বেঙ্গালুরুর কর্ণাটকে।

8.সম্প্রতি উড়িষ্যা রাজ্য মিশন ইন্দ্রধানুষ এর অধীনে 90.5 কভার সহ ভারতের সম্পূর্ণ টিকাদানের তালিকার শীর্ষস্থান দখল করল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

9.2022 ফেব্রুয়ারি মাসে পুরুষ বিভাগের ICC players of the month হলেন শ্রেয়াস আইয়ার 




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you