Friday 18 March 2022

Daily current affairs in bengali 18/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18/03/2022

                  Daily current affairs in bengali 18/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18/03/2022

Daily current affairs in bengali 18/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18/03/2022

1.National vaccination day  16 ই মার্চ পালন করা হয়। 2022 থিম vaccines work for all.

2. সম্প্রতি ভগবন্ত মান পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ইনি পাঞ্জাবের 18 তম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন। রাজধানী চন্ডিগড়।

3.সম্প্রতি প্রদীপ কুমার রাওয়াত চীন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন। চীনের রাজধানী বেজিং।

4.ভারতের বেঙলুরুতে AQVERIAM নামে ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ডাটাব্যাঙ্ক লঞ্চ করা হলো।

5.সম্প্রতি দিল্লি  সরকার বৈদ্যুতিক  যানবাহন কেনা এবং রেজিস্ট্রেশন এর জন্য MY EV পোটাল লঞ্চ করল।

6.Big Bazaar কোম্পানির নতুন নাম রাখা হলো Smart Bazar প্রতিষ্ঠা সাল 2001 সদরদপ্তর মুম্বাই।

7.সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে NABARD এর সাথে পার্টনারশিপ করল। সদরদপ্তর মুম্বাই। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

8.সম্প্রতি দিল্লিতে সাহিত্য উৎসবের আয়োজন করল সাহিত্য একাডেমি।

9.SIPRI রিপোর্ট অনুযায়ী ভারত অস্ত্রের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত হয়েছে।




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you