Thursday 17 March 2022

Daily current affairs in bengali 17/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/03/2022

Daily current affairs in bengali 17/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/03/2022
Daily current affairs in bengali 17/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/03/2022


1.2022 সালের ফেব্রুয়ারি মাসে আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় হলেন শ্রেয়াস আইয়ার।

2.2022 সালের ফেব্রুয়ারি মাসে আইসিটি মহিলাদের সেরা খেলোয়াড় হলেন অ্যামেলিয়া কের।

3.BAFTA AWARD 2022 Best Film The Power of the Dog.

4.2021 সালের global investment in digital shopping এ ভারতের স্থান দ্বিতীয়।

5.2022 সালে জার্মান ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রুপো জিতলেন লক্ষ্য সেন।

6.সম্প্রতি হরিয়ানা রাজ্যের মাইসোর এ ভারতের প্রথম ভার্চুয়াল স্মার্ট গ্রিড নলেজ সেন্টারের উদ্বোধন করা হলো। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রাজধানী চন্ডিগড়।

7.অল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন রঞ্জিত রথ। হেডকোয়ার্টার নয়ডা।

8.সম্প্রতি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নটরাজন চন্দ্রশেখরন।

9.Bajaj Allianz general security এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন তপন সিঙ্গেল। সদরদপ্তর মহারাষ্ট্র।

10.জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এর অধীনে পুদুচেরি তে digital public health ecosystem  তৈরি হচ্ছে। প্রদেশের মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী 








No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you