Daily current affairs in bengali 19/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Daily current affairs in bengali 19/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স |
1.সম্প্রতি চীন তিয়াংগাং নামের স্পেসস্টেশন তৈরি করতে চলেছে।
2.এশিয়ার বৃহত্তম BIO CNG প্লান্ট ইন্দরে তৈরি হলো।
3.ভারতের UPI ব্যবস্থা ব্যবহারকারী প্রথম প্রতিবেশী দেশ নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডু।
4.Dignity in a digital age: making take work for all of us শিরোনামে বইটি লিখলেন রো খন্না
5.2020 2021 সালে Karnataka Bank 17th annual banking technology conference and awards পেল।
6.ভাইস এডমিরাল জি অশোক কুমার কে ভারত সরকার প্রথম National Maritime security coordinator হিসাবে নিযুক্ত করলেন ।
7.Chelsea ক্লাব 2021 সালে প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল ।
8.আমেরিকা ও বাংলাদেশের মধ্যে যৌথ বিমান মহড়া copesouth 22 অনুষ্ঠিত হতে চলেছে।
9.Turkish দেশের নাম পরিবর্তন করে রাখা হলো turkiya.
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link