Friday 18 February 2022

Daily cirrent affairs in bengali 18/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Daily cirrent affairs in bengali 18/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Daily cirrent affairs in bengali 18/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স


1. 2022 সালে জানুয়ারি মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কিগান পিটারসেন।

2.SIDBI সংস্থা পশ্চিমবঙ্গের সুন্দরবনের মহিলাদের জন্য waste to wealth creation প্রোগ্রাম লঞ্চ করল। Small industrial development Bank of India (SIDBI)

 3.2022 সালের জানুয়ারি মাসে আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হলেন হিদার নাইট। ইনি ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়ার।

4.A23 নামক গেমিং অ্যাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান।

5.অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন DGP পদে নিযুক্ত হলেন কেভি রাজেন্দ্র রেড্ডি। অন্ধ্রপ্রদেশের রাজধানী আমরাবতী মুখ্যমন্ত্রী আছেন আছেন জগমোহন রেড্ডি।

6.সম্প্রতি YES BANK ' Agri Infinity' প্রোগ্রাম লঞ্চ করল।

7.ভারত সরকার নিরাপত্তা উদ্যোগের কারণে চীনের 54 টি অ্যাপ ব্যান্ড করল।

8.সম্প্রতি WHO ' Quite Tobacco App' লঞ্চ করল। WHO এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

9.সম্প্রতি ভারত বিদেশ থেকে ড্রন আমদানি বন্ধ করলো।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you