Wednesday 16 February 2022

Daily Current Affairs in Bengali 16/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

                                Daily Current Affairs in Bengali | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs in Bengali | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1.সম্প্রতি ISRO মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-04 উৎক্ষেপণ করল। এটি একটি রাডার ইমেজিং স্যাটেলাইট। বর্তমান ইসরোর চেয়ারম্যান এর সোমনাথ

2.table tennis federation of India   এর পরিচালনার জন্য প্রশাসক কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন গীতা মিত্তাল। আরও তথ্য: সদরদপ্তর নিউ দিল্লি

3.দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতীয় রেলওয়ে দেশের বৃহত্তম রেসলিং একাডেমী স্থাপন করতে চলেছে।

4.সম্প্রতি ইসরাইল প্রথম দেশ হিসেবে বেসামরিক আকাশসীমায় ড্রোন ফ্লাইটের অনুমতি দিল। আরও তথ্য: ইজরায়েলের রাজধানী জেরুজালেম

5.Air India এর MD ও CEO পদে নিযুক্ত হলেন ইনকার আইসি।

6.How to prevent the next pandemic  এই শিরোনামে বিল গেটস একটি বই প্রকাশ করতে চলেছেন।

7.US green building council এ ভারতের স্থান তৃতীয় তম।

8.Saubhagya Scheme এর আওতায় রাজস্থান রাজ্যের সর্বাধিক সংখ্যক পরিবারে সৌরশক্তি দ্বারা বিদ্যুতায়িত করা হয়েছে।

9.সম্প্রতি ফ্রান্সে 2022 সালে One Ocean Summit অনুষ্ঠিত হলো। আরও তথ্য: ফ্রান্সের রাজধানী প্যারিস।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you