daily cirrent affairs in bengali 17/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
daily cirrent affairs in bengali 17/02/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স |
1সম্প্রতি বিনীত যোশী CBSE চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। আরও তথ্য: CBSE কার্যালয় দিল্লিতে অবস্থিত।
2ভারতের সর্বপ্রথম 100% প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষ কোম্পানি হল Dabur ।
3.সম্প্রতি রাজস্থানে মারু উৎসব পালিত হলো। অর্থ আরও তথ্য: রাজস্থানের রাজধানী জয়পুর।
4.2020-2021 সালের business standard banker of the year নির্বাচিত হলেন সন্দীপ বক্সী।
5.সম্প্রতি বিহারের খাদি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মনোজ তিবারী। আরও তথ্য: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
6.প্রতিবছর 15 ই ফেব্রুয়ারি international childhood cancer day পালন করা হয়।
7.সম্প্রতি প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় 2011 সালে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন।
8.সম্প্রতি আর্জেন্টিনার সাথে চিন 8 বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি স্বাক্ষরিত করেছে।
9.সম্প্রতি প্রয়াত ও বাপি লাহিড়ীর আসল নাম অলকেশ লাহিড়ী।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link