গণিত online Mock Test - 2 | প্রাইমারি টেট online মক টেস্ট প্রিয় বন্ধুগণ , আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Math Online Mock Test -2 যা আপনাদের পরীক্ষা দিতে সাহায্য করবে | তাই দেরী না করে নিচে click করে মক টেস্ট দিন | Math Online Mock Test -2 12,15,20 কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য? 60 300 600 900 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70কিমি/ঘন্টা বেগে চললে 200 মিটারের সেতু অতিক্রম করতে তার কত সময় লাগবে 16 সেকেন্ড 18 সেকেন্ড 20 সেকেন্ড 24 সেকেন্ড 300 মিটার দীর্ঘ একটি ট্রেন 45কিমি/ঘন্টা বেগে চললে দন্ডায়মান একজনবাক্তিকে অতিক্রম করতে কত সময় লাগব 20 সেকেন্ড 22 সেকেন্ড 24 সেকেন্ড 26 সেকেন্ড 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে 10 জন লোক ঐ কাজ কতদিনে করবে? 12 দিনে 15 দিনে 18 দিনে 21 দিনে চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 78 হলে বৃহত্তম সংখাটি কত? 17 18 20 21 Aও B এর বর্তমান বয়সের সমষ্টি 70 বছর |10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2 A এর বর্তমান বয়স কত? 30 45 40 55 0.1 এর 1% দশমিকে প্রকাশ করলে কি হবে? 0.01 0.001 0.0001 0.00001 কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে তিনি মোট কত ছাড় পেলেন? 20% 24% 25% 30% একটি দ্রব্য 750 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয় | দ্রব্যটির ক্রয়মূল্য কত? 750 780 800 840 ক্রয় মুল্য ও বিক্রয় মুল্য এর অনুপাত 5:6 হলে লাভের শতকরা হার কত? 10% 20% 25% 30% ∎ সঠিক উত্তর:- 1.900 2.18 সেকেন্ড 3.24 সেকেন্ড 4.18 দিনে 5.21 6.45 7.0.001 8.25% 9.800 10. 30%
Good
ReplyDelete