Friday 13 March 2020

Child Development online test-2|প্রাইমারি টেট online মক টেস্ট

Child Development online test-2|প্রাইমারি টেট online মক টেস্ট

প্রিয় বন্ধুগণ , আগত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Child Psychology Mock Test -2 যা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতর সাহায্য করবে | তাই আর দেরী না করে নিচে click করুন |


Child Psychology Mock Test -2


  1. পাঠাগার একটি –

  2. সামাজিক প্রতিষ্টান
    রাজনৈতিক প্রতিষ্টান
    ধার্মিক প্রতিষ্টান
    কোনটাই নয়

  3. বেতার কি ধরনের শিক্ষার অন্তর্গত?

  4. অনিয়ন্ত্রিত
    নিয়ন্ত্রিত
    আদর্শমূলক
    কোনটাই নয়

  5. নিচের কোনটি জাতীয় সংহতি স্থাপনের মাধম নয় ?

  6. দুরদর্শন
    বেতার
    সংবাদপত্র
    ধার্মিক প্রতিষ্টান

  7. জাতীয় সংহতি পর্ষদ গড়ে ওঠে ?

  8. ১৯৬৮ সালে
    ১৯৪৮ সালে
    ১৯৫০ সালে
    ১৯৩৫ সালে

  9. শিক্ষা কীসের একটি গুরুত্বপূর্ণ উপাদান ?

  10. জাতীয় সংহতি
    বিচ্ছিন্নতাবদ
    সন্ত্রাসবাদ
    কোনটাই নয়

  11. শিক্ষা পক্রিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?

  12. চক-ডাস্টার
    পেন
    পাঠ্যক্রম
    কোনটাই নয়

  13. Curriculum – শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে?

  14. কুরিয়ার
    লনার
    চিনেমার
    কোনটাই নয়

  15. “ভারতের শ্রেণীকক্ষই তার ভবিষ্যত” –উক্তিটি কে করেছেন?

  16. দেশাই কমিশন
    মুদালিয়র কমিশন
    হেগরে কমিশন
    কোঠারি কমিশন

  17. ইতিহাস ছাত্র-ছাত্রীর কোন চাহিদা পূরণ করে ?

  18. জৈবিক
    সামাজিক
    দুটোই
    কোনটাই নয়

  19. কর্মশিক্ষা শিক্ষাথীর কোন চাহিদা পূরণ করে ?

  20. জৈবিক
    সামাজিক
    দুটোই
    কোনটাই নয়



আরো মক টেস্ট দিতে নিচে click করুন |

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you