TOP 10 GK daily



গলন কাকে বলে? তাপ প্রয়োগের ফলে পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকে গলন বলে।

কঠিনীভবন কাকে বলে?তাপ নিষ্কাশন এর ফলে তরল পদার্থের কঠিন রূপান্তরের ঘটনাকে কঠিনীভবন বলে

হিম মিশ্রণ কাকে বলে| উদাহরণ দাও- যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় তাদের হিমমিশ্রন বলে।তিন ভাগ বরফের সাথে এক ভাগ লবণ মেশালে মিশনের উষ্ণতা কমে -21 ডিগ্রি সেলসিয়াস হয়।

বাষ্পীভবন কাকে বলে? তরল অবস্থা থেকে বাষ্প বা গ্যাসীয় অবস্থায় পদার্থের রূপান্তরের বাষ্পীভবন বলে।

প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক কত কমে? 1 ডিগ্রি সেলসিয়াস কমে।

পরিবেশ বিদ্যা একটি কি বিষয়? à একমাত্রিক


পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে কোন বিষয়ের সাহায্য বেশি দরকার? à রসায়ন


পরিবেশ দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে কোন বিষয়ে সাহায্য বিশেষ প্রয়োজন? à ভূগোল ও ভূতত্ত্ব


পরিবেশ কয় ধরনের ও কি কি? à তিন ধরনের প্রাকৃতিক সামাজিক ও জীবজপরিবেশ


উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার? à অর্থনীতি


পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ে সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন? à জীববিজ্ঞান


ওজন বাক্সে বাটখারার গুলির ভরের অনুপাত কত থাকে? à 5:2:2:1


বস্তুর ওজন বা ভার কি দিয়ে মাপা হয়? à স্প্রিং তুলাযন্ত্র দিয়ে


ভর কাকে বলে? à কোন বস্তুর মধ্যে মোট যে পরিমাণ যত পদার্থ থাকে তাকে ঐ বস্তুর ভর বলে।


সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? à গ্রাম


এস আই পদ্ধতিতে ভরের একক কি? à কিলোগ্রাম


স্থান পরিবর্তনে বা বস্তুর গতি স্থিতি উষ্ণতা জন্য ঘরের পরিবর্তন হয়? à না


ওজন কাকে বলে? à কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ভার বা ওজন বলে।


গৃহ মাছির বিজ্ঞানসম্মত নাম কি? à মুসকা ডমেস্টিকা

মাছি প্রত্যক্ষভাবে কোন কোন রোগ ছড়ায়? à কলেরা,আমাশয় ,উদারাময় ,টাইফয়েড ইত্যাদি

ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়? à অ্যানোফিলিস মশা

OPV এর সম্পূর্ণ রূপ কি? à Oral Polio Vaccine

BCG ভ্যাকসিন কোন রোগে ব্যবহৃত হয়? à যক্ষ্মা বা টি.বি

পেনিসিলিন কে আবিষ্কার করেন? à আলেকজান্ডার ফ্লেমিং

পরমাণুর আদিকণা গুলি কি কি? à ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন

ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী জে জে টমসন

প্রোটন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী গোল্ডস্টাইন

নিউট্রন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী স্যাড উইক

পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? à প্রোটন ও নিউট্রন

পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে? à ইলেকট্রন

হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? à 2 টি

পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? à নিউক্লিয়াস

একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ? à পোলিও ভাইরাস

একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ? à টোবাকো মোজাইক ভাইরাস

একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ? àমাম্পস ভাইরাস

একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ? àবসন্ত ভাইরাস

একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ? à ফাজ ভাইরাস

ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে? à ভাইরাস জিনোম


ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে? àক্যাপসিড

ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি? àবিষ

DNA  যুক্ত উদ্ভিদ ভাইরাস? à ফুলকপির মোজাইক ভাইরাস

DNA যুক্ত প্রাণী ভাইরাস? à বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস

RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস? à  টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস

RNA যুক্ত প্রাণী ভাইরাস? à পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস

সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? à রাইনো ভাইরাস

সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি? à বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস


অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত? à হ্যাঁ সম্পর্কযুক্ত

পদ্মের কান্ড কী প্রকৃতির? à গ্রন্থিকান্ড প্রকৃতির

পদ্ম কি পদ্ধতিতে বংশবিস্তার করে? à অঙ্গজ জনন পদ্ধতিতে

দুটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ কি ? à ফনিমনসা, ইউফরবিয়া, শতমূলী

ক্যাকটাসের কাণ্ডে কি থাকায় জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়? à মিউসিলেজ জাতীয় পদার্থ

লবণাক্ত জলাভূমির জন্মানো উদ্ভিদের কি বলে? àহ্যালোফাইট


রুই মাছের কয়টি পাখনা থাকে? à

মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ? à দুটি একটি অলিন্দ ও একটি নিলয়

মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? à উপপল্লব,কস্কিস

ফণীমনসার  রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত  কান্ডকে কি বলা হয় ? à পর্নকান্ড

সুন্দরী গাছের কি মূল দেখা যায়? à শ্বাসমূল

পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে? à 23 টি

পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে? à 12 টি

পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? à পাতার উপরিতলে


পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? à 9 টি

অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন? à ডারউইন

Origin of species by means of natural selection গ্রন্থের রচয়িতা কে? à ডারউইন

Philosophic Zoologique গ্রন্থের রচয়িতা কে? à ল্যামার্ক

সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও? à পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত

সমবৃত্তি অঙ্গ কাকে বলে? à কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন à 
পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।

দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও? à পেরিপেটাস, হংসচঞ্চু


ডারউইন বাদের অপর একটি নাম কি? à প্রাকৃতিক নির্বাচনবাদ

জেনেটিক্স শব্দটি  কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ? à বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স 
শব্দটি প্রথম ব্যবহার করেন

সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ? à গ্রেগর  যোহান মেন্ডেল

মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? -àপৃথকভবন সূত্র

মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ? à স্বাধীন সঞ্চারণ সূত্র

মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ? à 3:1

মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ? à 9:3:3:1


মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ? à 23 জোড়া বা 46 টি

একটি অলিখিত সংবিধানের উদাহরণ কি হবে? à ব্রিটিশ সংবিধান

ভারতীয় সংবিধান কত সালে ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়? à 1949 সালের 26 শে নভেম্বর

সংবিধানের ক্ষুদ্র সংস্করণ কততম সংবিধান সংশোধনীতে বলা হয়? à 42 তম

পূর্ণ স্বরাজ দাবি টি জাতীয় কংগ্রেস কত সালে কোন অধিবেশনে পাশ করে? à 1929 সালের লাহোর অধিবেশনে

গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? à ডঃ রাজেন্দ্র প্রসাদ

গণপরিষদের ড্রাফটিং বা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? à বি আর আম্বেদকর


গণপরিষদের পতাকা কমিটির সভাপতি কে ছিলেন? à ডঃ রাজেন্দ্র প্রসাদ

পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কারী প্লান্ট তৈরি হয়েছে কোথায়? à ফারাক্কা তে

বাংলার বৃহত্তম গ্রাম এর নাম কি? à মোর গ্রাম (বীরভূম, রামপুরহাট -2 ব্লক)

ভারতের বৃহত্তম গ্রামের নাম কি? à গাহমার (উত্তরপ্রদেশে অবস্থিত)

গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত কিলোমিটার? à 520Km

পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?  à সাদা গলাযুক্ত মাছরাঙ্গা


পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? à শিউলি

রাঙ্গা মাটির দেশ বলা হয় কাকে? à রাঢ় অঞ্চলকে

কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? à মৃৎশিল্পের জন্য

বহরমপুর কিসের জন্য বিখ্যাত? à রেশম শিল্পের জন্য

হলদিয়া কিসের জন্য বিখ্যাত? à পেট্রোরসায়ন শিল্পের জন্য

মথুরা খালি পাহাড় কোথায় অবস্থিত? à বীরভূমে

ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? à কলকাতায় , 1984 সালে


সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলে? à আবাদ বলে

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত কিলোমিটার? à 2272 km (সর্বাধিক)

পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলার নাম কি? à কোচবিহার

পশ্চিমবঙ্গ যে তিনটি দেশ দ্বারা পরিবেষ্টিত তাদের নাম কি? à   নেপাল, ভুটান ও বাংলাদেশ

পশ্চিমবঙ্গ যে পাঁচটি রাজ্য দ্বারা পরিবেষ্টিত তাদের নাম কি? à বিহার, উড়িষ্যা, সিকিম ,ঝাড়খন্ড আসাম

সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে কত সালে? à 1999

পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল? à ময়ূরেশ্বর (বীরভূম)

বাংলার দীর্ঘতম সেতুর নাম কি? à রূপনারায়ণ সেতু


পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? à প্রফুল্ল চন্দ্র ঘোষ

যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে কি বলে? à জনিত জীব

জীবজগতে কত প্রকারের জনন পরিলক্ষিত হয়? à চার প্রকারের, অঙ্গজ জনন,অযৌন জনন , যৌন জনন ও  অপুংজনি

বুলবিলের দ্বারা জনন সম্পন্ন করে কারা? à চুপরিআলু , খাম আলু

পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ডের দ্বাড়া কারা জনন সম্পন্ন করে? à শুশুনি , কচুরিপানা , চন্দ্রমল্লিকা

পরিবর্তিত মৃদগত কান্ড তারা কারা জনন সম্পন্ন করে? à আলু , আদা , পেঁয়াজ,  ওল


বিভাজন দ্বারা কারা জনন সম্পন্ন করে? à ইস্ট , ব্যাকটেরিয়া

বংশগতির জনক কাকে বলা হয়? à গ্রেগর জোহান মেন্ডেল

একসংকর জননের ফেনোটাইপিক অনুপাত কত? à 3:1

দ্বি সংকর জননের ফেনোটাইপিক অনুপাত কত ? 9:3:3:1

বংশগতি ও পরিবর্তন নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? à জিনবিদ্যা

ডিম্বক কে আবিষ্কার করেন ? àভন বিয়ার (1828)

DNA কে বংশগতির কি ভিত্তি বলা হয়? à রাসায়নিক ভিত্তি

বংশগতি সম্পর্কিত প্রথম তত্ত্ব প্রবর্তন করেন কে ? à কাল নেগলী


ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? à লোকাস

একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ কে কি বলে? à  সিনোসাইট

একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ কে কি বলে? à সিনোসাইটিয়াম

কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? à নিউক্লিয়াসকে

কোষের শক্তিঘর কাকে বলা হয়? à মাইট্রোকন্ডিয়া কে

কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? à রাইবোজোমক

ফ্লোরিজোম কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী পারনার


নিউক্লিয়াস কত একক পর্দা যুক্ত কোষীয় অঙ্গানু? à দ্বি একক

ক্রোমোজোমের দুই প্রান্তদয়কে কি বলে ? à টেলোমিয়ার

মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? à 46 টি

প্রাণীদেহে প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন কে? à বিজ্ঞানী ফ্লেমিং (1880)

কোষ বিভাজনের ফলে যে নতুন কোশ উৎপন্ন হয় তাকে কি বলে? à অপত্য কোশ

অ্যামাইটোসিস কোশ বিভাজন কাদের দেহে দেখা যায়? à ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা ইত্যাদি এককোষী জীব দেহ

কোষ চক্রের ইন্টারফেজের G 1 দশায় কি সংশ্লেষিত হয় ? à প্রোটিন ও RNA

মাইটোটিক ফেজ এর বিভাজন দশা কয়টি ভাগে বিভক্ত? à 4 টি। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ , টেলোফেজ

নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি কে কি বলে? à ক্যারিওকাইনেসিস


সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি কে কি বলে? à সাইটোকাইনেসিস

ক্রোমোজোমের দুই প্রান্তদয়কে কি বলে ? à টেলোমিয়ার

প্রোক্যারিওটিক কোষ কাদের দেখতে পাওয়া যায়? à ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল

প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত? à নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম

কোষের সাইটোপ্লাজম এজে অসংখ্য ছোট-বড় তরল পদার্থ পূর্ণ গহবর থাকে তাদের কি বলে? à 
ভ্যাকুওল

কোষের শক্তিঘর কাকে বলা হয়? à মাইটোকন্ডিয়া

উদ্ভিদের বর্ণহীন প্লাস্টিড এর নাম কি? à লিউকোপ্লাস্টিড

সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? à এসেন্ট্রিক ক্রোমোজোম


DNA -এর চারটি নাইট্রোজেন বেস কি? à অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন

সবচেয়ে বড়ো আয়তনের প্রাণী কোশ কি ? à উটপাখির ডিম

খালি চোখে দেখা যায় উদ্ভিদ কোষের নাম কি ? à অ্যাসিটা বুলেরিয়া

কোশের শক্তিঘর কাকে বলে? à মাইট্রোকন্ডিয়া কে

কো বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে কে ? à সেন্ট্রোজোম

ফুল ও ফলের বর্ণ গঠনে কে সাহায্য করে? à ক্রোমোপ্লাস্টিড

সালোকসংশ্লেষে কে সাহায্য করে? à ক্লোরোপ্লাস্টিড


মানবদেহের দীর্ঘতম কোশের নাম কি? à স্নায়ু কো

কোন হরমোনের প্রভাবে মেয়েদের স্তনের আকার বৃদ্ধি পায় ? à ইস্ট্রোজেন

প্রাণী দেহের দুটি অন্তক্ষরা গ্রন্থির নাম কি ? à থাইরয়েড , পিটুইটারি

প্রাণী দেহের দুটি বহিক্ষরা গ্রন্থির নাম কি ? à যকৃত , লালাগ্রন্থি

প্রাণী দেহের দুটি মিশ্র গ্রন্থির নাম কি ? à অগ্নাশয় , শুক্রাশয়

STH এর সম্পূর্ণ নাম কি ? àসোমাটট্রপিক হরমোন

100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত ? à 80 -120mg.

ইনসুলিন কম ক্ষরিত হলে কি রোগ হয় ? à ডায়াবেটিস মেলিটাস

থাইরক্সিনের অধিক ক্ষরণে কি রোগ হয় ? à গয়টার


কোন হরমোনের প্রভাবে পুরুষ দেহে যৌনাঙ্গেরেপরিবর্তন ঘটে ? à টেস্টস্টেরন 

হরমোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? à গ্রিক শব্দ হরমোইন থেকে

হরমোন শব্দটির অর্থ কি ? à জাগ্রত করা বা উত্তেজিত করা

একটি স্থানীয় হরমোনের নাম কি ? à টেস্টস্টেরন

অক্সিন হরমোন কে আবিস্কার করেন ? à বিজ্ঞানী ভেন্ট (Went,1928)

উদ্ভিদের গ্যাসীয় হরমনের নাম কি ? à ইথিলিন

উদ্ভিদের প্রাকৃতিক হরমনের নাম কি ? à অক্সিন , জিব্বেরেলিন , কাইনিন

ফলের আয়তন বৃদ্ধি করতে কোন হরমোন প্রয়োগ করা হয় ? à ইন্ডোল বিউটারিক অ্যাসিড


উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমনের নাম কি ? à জিব্বেরেলিন

কত বছর বয়সে মানুষের চোখ পূর্ণ আকার লাভ করে ? à 13 বছর

মানবদেহের ক্ষুদ্র পেশী কি ? à সিলিয়ারী

নিশাচর প্রাণীরা রাতে কেন ভালো দেখতে পায় ? à রড কো

কোন প্রাণীর জিহ্বায় স্বাদকোরক থাকে না ? à ব্যাঙ এর

কত nm আলোকতরঙ্গ চোখ গ্রহণ করতে পারে ? à 400nm – 700nm

জিহ্বায় অর্গ্রভাগে আমরা কি স্বাদ গ্রহণ করে থাকি ? à মিষ্টি

জীবের বংশ গতির একক কোনটি ? à জিন

তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? à ব্রোঞ্জ

শমুকের জ্ঞানেন্দ্রিয় এর নাম কি ? à কর্ষিকা ও চক্ষু

মানুষের অক্ষিগোলকের ব্যাস কত ? à 23-25 মিলিমিটার

রেটিনায় দু রকম স্নায়ুকোশ থাকে তদের নাম কি ? à রড কোশ ও কোন কোশ

নিশাচর প্রাণীরা রাতের বেলায় ভালো দেখতে পায় কেন ? à রড কোশের  সংখ্যা বেশি থাকে

অশ্রুতে অবস্থিত উত্সেচকের নাম কি ? à লাইসোজাইম

মানব চোখের কোন অংশ প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে ? à কর্নিয়া

রেটিনায় বস্তুর কেমন প্রতিবিম্ব গঠিত হয় ? à উল্টো প্রতিবিম্ব

মানব দেহের ক্ষুদ্রতম অস্থি কি ? à স্টেপিস


মানব দেহের দীর্ঘতম  অস্থি কি ? à ফিমার  

মুত্রের অস্বাভাবিক উপাদান গুলি কি কি ? à গ্লুকোজ ,বিলিরুবিন ,কিটেন বডি

সর্পগন্ধার মূলে যে রেচন পদার্থ থাকে তা কি ? à রেসারপিন

উদ্ভিদ দেহে স্নায়ুতন্ত্র থাকে ? à না

প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত ? à ১২ জোড়া করোটিক স্নায়ু ও ৩১ জোড়া সুষুম্না স্নায়ু

নিউরনের কোশ দেহকে কি বলে ? à নিউরোসাইটন

দুটি নিউরনের যে মিলনস্থল তাকে কি বলে ? à সাইন্যাপস


ফনিমনসার কান্ডকে কি বলে ? à পর্ণকান্ড

পায়রার ডানায় কটি রেমিজেশ পালক দেখা যায় ? à 23 টি

তিমির চামড়ার নীচে যে পুরু চর্বি স্তর থাকে তাকে কি বলে ? à ব্লাবার

মানুষের ক্রোমোজমের সংখ্যা কটি ? à 46 টি

ATP চক্রের জনক কাকে বলে ? à লিপম্যানকে

BCG এর পুরো নাম কি ? à ব্যাসিলাস কালমেটি গুয়েরিন ভ্যক্সিন

HIV কি ভাইরাস ? à RNA  ভাইরাস


কোন গাছ সবচেয়ে বেশি পরিমানে সৌরিশক্তি ব্যবহার করে ? à আখ গাছ (10-12 )%

পাতার কোথায় সালোকসংশ্লেষণ ঘটে ? à মেসফিল কলায়

কোশের এনার্জি কারেন্সি কাকে বলে ? à ATP কে

সালোকসংশ্লেষণ এক প্রকার কি বিপাক ? à উপচিতি

এক অনু গ্লুকোজে কত সৌরশক্তি আবদ্ধ থেকে ? à 686 Kcal

পিত্ত কোথা থেকে ক্ষরিত হয় ? à যকৃত

BMR মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? à বেনেডিক্স

হাঙ্গর মাছের কি পটকা আছে ? à না


আরশোলার ডানাকে কি বলে ? à টেগমিনা

কোশের মস্তিস্ক কাকে বলে ? à নিউক্লীয়াস কে

জীবদেহের গঠনগত কার্যগত একক কি ? à কোশ

বহু নিউক্লীয়াসযুক্ত উদ্ভিদ কোশকে কি বলে ? à সিনোসাইট বলে

বহু নিউক্লীয়াসযুক্ত উদ্ভিদ কোশকে কি বলে ? à সিন সিটিয়াম (পেশী কোশ )

কোন বিজ্ঞানী স্ফেরোজোম আবিস্কার করেন ? à বিজ্ঞানী পারনার

কোশের আত্মঘাতী থলি কাকে বলে ? à লাইসোজোম কে

“টিসু” শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? à বিজ্ঞানী বিচাট(Bichat)


বিজ্ঞানের যে শাখায় কলা নিয়ে পাঠ করা হয় তাকে কি বলে ? à হিস্টলজি

ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ? àএম এস স্বামীনাথন

ইটাই-ইটাই বা আউচ–আউচ রোগের সংক্রমণ কি কারণে ঘটে ? à ক্যাডমিয়ামের বিষক্রিয়ার ফলে

মিনামাটা রোগ কি কি কারণে ঘটে ? à মিথায়াল পারদ সংক্রমণ

বিশ্বপরিবেশ দিবস উদযাপিত হয় ? à 5ই জুন

ভারতে পরিবেশ রক্ষা আইনটি জারিকরা হয় কত সালে ? à 1986 সালে

প্রাণীর হার ও দাত বৃদ্ধির জন্য প্রয়োজন ? à ক্যালসিয়াম

সামাজিক পরিবেশের মূল উপাদান ? à পরিবার ও সমাজ


ওজন স্তরের সবচেয়ে বেশী ক্ষতি করে ? à CFC

সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে ? à বিকিরণ

কোন উস্নোতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান ? à -40 ডিগ্রী

তাপ কি রাশি ? à স্কেলার রাশি

কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ? à জলের

কোন পদ্ধতিতে তাপ সবচেয়ে দ্রুত পরিবাহিত হয় ? à বিকিরণ পদ্ধতিতে

পদার্থের তিনটি অবস্থা ছাড়া আর কি অবস্থা আছে ? à প্লাজমা , অতি তরল অবস্থা

কাদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই ? à মোম , মাখন , পিচ , চর্বি (এগুলি অকেলাসাকার )

বরফের সাথে কি মেশালে গলনাঙ্ক কমে যায় ? à লবন


বরফের মধ্যে গর্ত করে তাতে জল রাখলে জল বরফে পরিনত হবে ? à না 

বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলে? à নেফ্রন

মানবদেহের কোথায় ইউরিয়া সংশ্লেষিত হয়? à যকৃত।

ছত্রাক বিদ্যাকে কী বলে? à মাইকোলজি।

সবচেয়ে মিষ্টি শর্করার নাম কী ? à ফ্রুকটোজ।

ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজম সংখ্যা কটি? à 1টি।

রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? àভিটামিন D

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? àশুশুক


ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? à ডলি

বৃষ্টির পর ভিজে রাস্তায়  বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক কেন? à ঘর্ষণ কমে যায় বলে

কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? àহাইড্রোজেন

আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাচকে স্বচ্ছ দেখায়? àপ্রতিসরণ

শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? à কঠিন মাধ্যম

ভিনিগারের রাসায়নিক নাম কী? à অ্যাসিটিক অ্যাসিড

ফিউজ তারের বৈশিষ্ট্য কী ? à উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক

কোষের শক্তিঘর কাকে বলা হয়? à মাইট্রোকন্ডিয়া

প্রাণীদেহের দীর্ঘতম কোষের নাম কী? à স্নায়ুকোষ


আত্মঘাতি থলি কাকে বলা হয়? àলাইসোজোম

রং শিল্পে কি ব্যবহার করা হয় ? à রজন

কয়েকটি রজনের উদাহরণ হলো à ধূনা , হিং

উপক্ষার এক প্রকার কি ঘটিত রেচন পদার্থ ? à নাইট্রোজেন

ঝিনুকের রেচন অঙ্গের নাম কি?  à বোজানাসের অঙ্গ

তার্পিন তেল কোন গাছ থেকে পাওয়া যায় ? à পাইন গাছ

আমে কোন অ্যাসিড পাওয়া যায় à সাইট্রিক অ্যাসিড

যৌন জননের এককের নাম কি à গ্যামেট


কোন বিজ্ঞানী দ্বিনিষেক আবিস্কার করেন à বিজ্ঞানী নাওসিন

উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করেà বারনৌলির নীতি

তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কী? à টেননিওমিটার।

সোলডার নামক সংকর ধাতুর উপাদান কী? à লোহা ও সীসা।

ফলের রস সংরক্ষণের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? à সোডিয়াম বেঞ্জোয়েট।

ফটোগ্রাফিক প্লেটে কোন যৌগ ব্যবহার করা হয়? à সিলভার ব্রোমাইড।

ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? à যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে।

ব্লু ভিট্রিয়ল কী? à কপার সালফেট।

সি.জি.এস. পদ্ধতিতে কার্যের একক কী? àজুল।

আলোকবর্ষ কীসের একক? àদূরত্ব


সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কী? àহিলিয়াম

জেনারেটরের তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয়? à অস্থায়ী চুম্বক।

টেপ রেকর্ডারে কোন চুম্বক ব্যবহার করা হয়? à স্থায়ী চুম্বক।

ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহার করা হয়? à CrO2

চুম্বকের আকর্ষন কোথায় কম? à মাঝখানে।

লোহার কুরি তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস? à ৭৭০

তাড়িত চুম্বকের আকৃতি কিসের মত? à v

পৃথিবী একটি বিরাটà চুম্বক ক্ষেত্র।

প্রাকৃতিক চুম্বকের পূর্ব নাম কি ছিল? à লোড স্টোন।

কে প্রমান করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’ ? à গিলবার্ট।

বিশুদ্ধ জলের pH কত? à7

ক্যালসিয়াম অক্সাইড এর পাতলা দ্রবনকে কি বলেà ওয়াটার লাইম।

পদার্থের অবিভাজ্য একককে কি বলে? à পরমানু।

আগুন, মটি, জল ও বায়ু চারটি মৌলের ধারনাদানকারী কে? à পিথাগোরাস।

ধাতুর ভেজাল নির্নয়কারী সূত্র কে আবিষ্কার করেন? à আর্কিমিডিস।

আলোর প্রতিসরনের সূত্রাবলী প্রদান করেন কে? à স্নেল।

পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারকà কেলভিন।

পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ? à রাদার ফোর্ড।


তড়িত চুম্বকীয় বিকিরন উদ্ঘাটন করেন কে ? à হার্জ।

ধাতব পদার্থের ক্ষয়ের জন্য দায়ী দুর্বল অ্যাসিড কোনটি? à ফরমিক  অ্যাসিড

অ্যাসিড বৃষ্টির কারণে তাজমহলের রঙ কেমন হচ্ছে ? à হলুদ

কার্বলিক অ্যাসিডর অপর নাম কি ? àফেনল

অ্যাসিডর স্বাদ কেমন ? à টক।

মানব খাবারে বিদ্যমান অ্যাসিড গুলো কি ? à জৈব অ্যাসিড

অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ? à লবন ও জল।

অ্যাসিড কোন মৌল প্রতিস্থাপিত্ হয় ? à H2

সোনার গহনা তৈরীতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? à নাইট্রিক অ্যাসিড

সাপের উপদ্রব কমাতে ব্যাবহৃত হয়à কার্বলিক অ্যাসিড


পাকস্থলিতে থাকে কোন অ্যাসিড ? à HCL

চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ- à  নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র

লেজার রশ্মি কে, কত সালে আবিষ্কার করেন? à মাইম্যান, ১৯৬০

কোষ আবিষ্কার করেন কে? --? à রবার্ট হুক

অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? à আন্থনি ভন লিউয়েন হুক

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক কে? à  এফ. ডব্লিউ টেইলর

পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? à নিকোলাস অটো

কলম্বাস আমেরিকা আবিস্কার করেন কত সালে? à ১৪৯২

এইডস রোগ সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়? à ১৯৮১


রেডিও আবিষ্কার করেন- à  জি. মার্কনী

পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ? à বিজ্ঞানী মোসলে

ফসফিন কি পদার্থ ? à যৌগিক

ভর সংখ্যার অপর নাম কি ? à নিউক্লিয়াস সংখ্যা

MKS পদ্ধতিতে ভরের একক à কিলোগ্রাম

লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় à দস্তা

পদার্থের তিন অবস্থার কারন à  আন্তঃআনবিক শক্তির পার্থক্য

কোনটির আয়তন নেই ? à গ্যাসীয় পদার্থের

সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ? à ঊর্ধ্বপাতন

আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের? à  নাইট্রোজেন


তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? à সমীভবন

সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়? à হৃৎপিণ্ডের সংকোচন

ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়? à হৃৎপিণ্ডের প্রসারণ

রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? à লোহিত কণিকায়।

রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? à অস্থিমজ্জায়

হিমোগ্লোবিনের কাজ কী? à অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা

মানবদেহের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? à চার প্রকোষ্ঠ বিশিষ্ট

বিলিরুবিন কোথায় তৈরি হয়? à যকৃতে


রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? à  ল্যান্ডস্টেনার

কোন হরমোন পাতায় উৎপন্ন হয়?   à ফ্লোরিজেন

ইথিলিনের কাজ কী? à ফল পাকানো

নিউরনের সঙ্গে কোনটির সম্পর্ক আছে? à  স্নায়ুতন্ত্র

মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? à নিউরন

একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? à একটি

কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র? à মস্তিষ্ক

কোনটি মস্তিষ্কের বোঁটাস্বরূপ? à মেডুলা

আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? à  বৃক্ক


নাইট্রোজেনঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? à বৃক্ক

উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ? à জল

উদ্ভিদ কোন পদ্ধতিতেমাটি থেকে জল শোষণ করে ? à অভিস্রবণ

ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া ? à জৈব প্রক্রিয়া

কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে ? à ঘৃতকুমারী

স্যাফ্রোনিনের রং কী? à  লাল

রক্তরসের রং কেমন? à  ঈষৎ হলুদাভ

পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? à রক্ষীকোষ


উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? à  ৯০%


প্রশ্ন: নেতাজির আসল নাম কী? উত্তর:  সুভাষচন্দ্র বসু    

প্রশ্ন: নেতজির জন্ম কোথায় কত সালে?উত্তর:   1897 23জানুয়ারি কটক

প্রশ্ন:নেতাজি কবে ICS পাস করেন? উত্তর:  1920 সালে

প্রশ্ন: নেতাজি কবার কংগ্রেস এর সভাপতি হন? উত্তর:  2বার 1938 হরিপুরা অধিবেশন , 1939 ত্রিপুরা অধিবেশন

প্রশ্ন: ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেন? উত্তর:  নেতাজী 1939 সালে

প্রশ্ন: নেতাজী কবে ভারত থেকে পালিয়ে যান এবং কোথায় ? উত্তর:  1941 সালে বার্লিন

 প্রশ্ন:সেখানে তিনি কার সাথে দেখা করেন? উত্তর:  হিটলারের সাথে

প্রশ্ন: নেতাজী কবে INA এর দায়িত্ব নেন? উত্তর:  1943 সালে

প্রশ্ন:দিল্লী চলো,Jai Hind স্লোগান কে দিয়েছিলেন ? উত্তর:   নেতাজি

প্রশ্ন: মহাত্মা গান্ধী কে 'Father of the Nation' কে বলেছিলেন ? উত্তর:   নেতাজি

প্রশ্ন:নেতাজির অত্মজীবনীর নাম কি? উত্তর:  The Indian Struggle


প্রশ্ন:কবে কোথায় তার বিমান দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হয়? উত্তর:  1944 , 18আগস্ট তাইহোকু বন্দরে

প্রশ্ন:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ? উত্তর:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ ।

প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।

প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।

প্রশ্ন:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ।

প্রশ্ন:-  ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. - উত্তর:-  কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।

প্রশ্ন:-  ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) উত্তর:- হরিতা কৌর দেওল।

প্রশ্ন:-  ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা উত্তর:- কমলজিৎ সাঁধু।


প্রশ্ন: ভারতের প্রথম মহিলা স্নাতক উত্তর: কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) উত্তর: কামিনী রায়।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা ট্রেন চালক উত্তর: সুরেখা যাদব।    

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা আইনজীবী উত্তর: কর্নেলিয়া সোরাবজী।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) উত্তর: লেয়লা শেঠ।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) উত্তর: এম. ফতিমা বিবি।

প্রশ্ন:  ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু উত্তর:  আরতি সাহা।
প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী উত্তর: রাজকুমারী অমৃতা কৌর।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) উত্তর: মীরা কুমার।

প্রশ্ন:  ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা উত্তর: বাচেন্দ্রী পাল।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) উত্তর: কোনেরু হাম্পি।
প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা IAS অফিসার উত্তর: ঈশা বসন্ত যোশী।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা IPS অফিসার উত্তর: কিরন বেদী।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট উত্তর: পি. টি. উষা।

প্রশ্ন:  ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী উত্তর: মমতা ব্যানার্জী।


প্রশ্ন: ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি উত্তর:  প্রতিভা পাটিল।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উত্তর:ইন্দিরা গান্ধী।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উত্তর: সরোজিনী নাইডু।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তর:সুচেতা কৃপালিনী।

প্রশ্ন:ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড উত্তর:রিতা ফারিয়া।

প্রশ্ন: ভারতের প্রথম মিস ইউনিভার্স উত্তর: সুস্মিতা সেন।

প্রশ্ন: ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক উত্তর:জিনাত আমন।

প্রশ্ন: ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল উত্তর: লারা দত্ত।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড উত্তর: অদিতি গোয়িত্রিকার।

প্রশ্ন:ভারতের প্রথম মিস আর্থ উত্তর: নিকোলে ফারিয়া।

প্রশ্ন:ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী উত্তর: মাদার টেরেসা।


প্রশ্ন:ভারতের প্রথম মহিলা স্নাতক উত্তর: কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।

প্রশ্ন-মাছির লার্ভাকে কি বলে উঃ ম্যাগট

প্রশ্ন-মূলে কাঁটা থাকে কোন গাছে উঃ নারকেল

প্রশ্ন- ফিতাকৃমি যুক্ত শুয়রের মাংসকে কি বলে উঃ মিসলী পোর্ক

প্রশ্ন- গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয় উঃ মস্তিস্কের হাইপোথ্যালামাস থেকে

প্রশ্ন- মানব শরীরে দৈনিক কত কোটি কোষ জন্মায় উঃ প্রায় ২০০ কোটি কোশ জন্মায় ও মারা যায়

প্রশ্ন- কাপড় কাচার সোডার পুরো নাম কি উঃ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট                                              

প্রশ্ন- জেরফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় উঃ ভিটামিন A -

প্রশ্ন- ডিএনএ -এর নক্সা কারা কতসালে তৈরি করেন উঃ ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে

প্রশ্ন- কোন এককোষী উদ্ভিদ খালিচোখে দেখা যায় উঃ অ্যাসিটাবুলারিয়া

প্রশ্ন- হামের জন্য কোন ভাইরাস দায়ী উঃ রুবেলা   



প্রশ্ন: গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর: সচ্চিদানন্দ সিনহা

প্রশ্ন: ভারতের একমাত্র রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর: নীলম সঞ্জীব রেড্ডি

প্রশ্ন: ভারতে এখনও পর্যন্ত এমন কতজন ব্যক্তি প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন যাদের জন্ম স্বাধীনতার পর? উত্তর: একজন (নরেন্দ্র মোদি)

প্রশ্ন: ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিলো? উত্তর: 2 বছর 11 মাস 18 দিন

প্রশ্ন: শুরুতে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর: 389 জন

প্রশ্ন: ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কোন রাজ্যে? উত্তর: পাঞ্জাব

প্রশ্ন: ভারতের সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন কতগুলি ধারা ছিল? উত্তর: 395 টি ধারা 8টি তফসিল 7টি মৌলিক অধিকার 10টি কর্তব্য

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন? উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ


প্রশ্ন: জহরলাল নেহেরু মৃত্যুর পর কে ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন? উত্তর: গুজরারিলাল নন্দা

প্রশ্ন:ফ্লাইট রেকর্ডারকে কী বলে?  উত্তর>ব্ল্যাক বক্স
প্রশ্ন:মহাভাষ্য কার লেখা? উত্তর>পতঞ্জলি
প্রশ্ন:ড্রেন থিওরির প্রবক্তা কে? উত্তর> দাদাভাই নওরোজি

প্রশ্ন:GMT আর IST-র মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর> সাড়ে 5 ঘণ্টা

প্রশ্ন:পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক কে? উত্তর> ডঃ Jones Salk

প্রশ্ন:তুলবুল প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর> সিন্ধু নদী (Indus River)

প্রশ্ন:পতঙ্গ সংক্রান্ত পড়াশোনা, গবেষণা- কী বলা হয়? উত্তর> এনটোমোলজি (entomology)

প্রশ্ন:সবুজ আলোয় লাল গোলাপকে কী রঙের দেখাবে? উত্তর> কালো

প্রশ্ন:রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর> গলফ

প্রশ্ন:কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর> লোকমান্য তিলক



প্রশ্ন:ডিয়েট (Diet) কোন দেশের পার্লামেন্ট?উত্তর>  জাপান

প্রশ্ন:ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজনীয় POS মেশিন।কী এটিউত্তর>পয়েন্ট অফ সেল মেশিন

প্রশ্ন:বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় কবেউত্তর>1946 সালে

প্রশ্ন:দেশে সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়উত্তর>পঞ্জাব ও হরিয়ানা

প্রশ্ন:টাল (TAAL) আগ্নেয়গিরি কোথায়?উত্তর>  ফিলিপিন্সে

প্রশ্ন:দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন?উত্তর>  স্যার উইলিয়াম জোনস

প্রশ্ন:কিদাম্বি শ্রীকান্ত- কোন খেলার সঙ্গে যুক্ত?উত্তর>  ব্যাডমিন্টন

প্রশ্ন:প্রাকৃতিক গ্যাসে সর্বাধিক কোন গ্যাস থাকে?উত্তর>  মিথেন

প্রশ্ন:কীসের গতি মাপতে ম্যাক (Mach) ব্যবহার হয়উত্তর>বিমান


প্রশ্ন:এলাচে কোন রাসায়নিকের জন্য গন্ধ হয়উত্তর>সিনেওল


প্রশ্ন: দা ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? উত্তর> পুনে

প্রশ্ন: ব্যাথিমেট্রি (Bathymetry) কী? উত্তর> মহাসাগর, সমুদ্র, হ্রদের গভীরতার মাপ; মাপ সংক্রান্ত সমীক্ষা

প্রশ্ন: ইমা কৈথাল বাজার কোথায়? উত্তর> মণিপুরে

প্রশ্ন: দাতিয়া জেলা কোন রাজ্যে?উত্তর>  মধ্যপ্রদেশ

প্রশ্ন: চারমিনার সৌধ কোন রাজ্যে অবস্থিত?উত্তর>  তেলাঙ্গানা

প্রশ্ন: রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন কে? উত্তর> রাষ্ট্রপতি

প্রশ্ন: কোনও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের কোনও সদস্যকে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা কার রয়েছে? উত্তর> রাজ্যপাল ও রাষ্ট্রপতি (যথাক্রমে)

প্রশ্ন: অক্সাস (OXUS) কোন নদীর পূর্ব নাম? উত্তর> আমু দরিয়া

প্রশ্ন: রয়্যাল কাঠিমা সেরিমনি কাদের অনুষ্ঠান? উত্তর> বৌদ্ধ ধর্মাবলম্বীদের


প্রশ্ন: ফ্লাইং ফক্স কাদের বলা হয়? উত্তর> বাদুড়়


ভারতের সবথেকে বড় জাদুঘর কোনটি ?
>ভারতীয় জাদুঘর ( কলকাতা )

‘ নট্’ দ্বারা কী পরিমাপ করা হয় ?
>জাহাজের গতি

হাওয়া মহল কোথায় অবস্থিত ?
>জয়পুর , রাজস্থান

শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় ?
>থাইল্যান্ড

ঝরনা কলম কে আবিস্কার করেন ?
>লুই ওয়াটারম্যান

ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ?
> রিত ফারিয়া

মিসরের রাজধানীর নাম কি ?
> কায়রো

EDP – এর পুরো নাম কি ?
>ELECTRONIC DATA PROCESSING

কোন সহরকে চিরবসন্তের সহর বলা হয় ?
>কিটো (QUITO) দক্ষিন আমেরিকা

রাজ্যসভার সভাপতি কে ?

> উপরাষ্ট্রপতি

1780  সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় “|

1837 সালে প্রথম ভারতীয় ডাকঘর চালু হয় |
1852 সালে পোস্টাল স্ট্যাম্প প্রথম চালু হয় |
1851 সালে প্রথম পরীক্ষামূলকভাবে ইলেকট্রিকস টেলেগ্রাফ লাইন চালু হয় |[ কলকাতা থেকে ডায়মন্ড হারবার ]
1853 সালে 16 এপ্রিল প্রথম রেল চলাচল সুরু হয়েছিল [ মুম্বাই থেকে থানে ]|

1854 সালে প্রথম বোম্বাইয়ে ভারতের প্রথম সুত মিল স্তপিত হয়|

12 comments:

Dont Leave Any Spam Link

Recommended for you