গলন কাকে বলে? তাপ প্রয়োগের ফলে পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকে গলন বলে।
কঠিনীভবন কাকে বলে?তাপ নিষ্কাশন এর ফলে তরল পদার্থের কঠিন রূপান্তরের ঘটনাকে কঠিনীভবন বলে
হিম মিশ্রণ কাকে বলে| উদাহরণ দাও- যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় তাদের হিমমিশ্রন বলে।তিন ভাগ বরফের সাথে এক ভাগ লবণ মেশালে মিশনের উষ্ণতা কমে -21 ডিগ্রি সেলসিয়াস হয়।
বাষ্পীভবন কাকে বলে? তরল অবস্থা থেকে বাষ্প বা গ্যাসীয় অবস্থায় পদার্থের রূপান্তরের বাষ্পীভবন বলে।
প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক কত কমে? 1 ডিগ্রি সেলসিয়াস কমে।
পরিবেশ বিদ্যা
একটি কি বিষয়? à
একমাত্রিক
পরিবেশ দূষণ
সম্পর্কে জানতে হলে কোন বিষয়ের সাহায্য বেশি দরকার? à রসায়ন
পরিবেশ দুর্যোগ ও
বিপর্যয় সম্পর্কে জানতে হলে কোন বিষয়ে সাহায্য বিশেষ প্রয়োজন? à ভূগোল ও ভূতত্ত্ব
পরিবেশ কয় ধরনের
ও কি কি? à তিন ধরনের প্রাকৃতিক সামাজিক ও জীবজপরিবেশ
উন্নয়নকে
সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার? à অর্থনীতি
পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ে সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন? à জীববিজ্ঞান
ওজন বাক্সে
বাটখারার গুলির ভরের অনুপাত কত থাকে? à 5:2:2:1
বস্তুর ওজন বা
ভার কি দিয়ে মাপা হয়? à স্প্রিং তুলাযন্ত্র
দিয়ে
ভর কাকে বলে?
à কোন বস্তুর মধ্যে
মোট যে পরিমাণ যত পদার্থ থাকে তাকে ঐ বস্তুর ভর বলে।
সিজিএস পদ্ধতিতে
ভরের একক কি? à গ্রাম
এস আই পদ্ধতিতে
ভরের একক কি? à কিলোগ্রাম
স্থান পরিবর্তনে
বা বস্তুর গতি স্থিতি উষ্ণতা জন্য ঘরের পরিবর্তন হয়? à না
ওজন কাকে বলে? à কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ভার বা ওজন বলে।
গৃহ মাছির বিজ্ঞানসম্মত নাম কি? à মুসকা ডমেস্টিকা
মাছি প্রত্যক্ষভাবে কোন কোন রোগ ছড়ায়? à কলেরা,আমাশয় ,উদারাময় ,টাইফয়েড
ইত্যাদি
ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়? à অ্যানোফিলিস মশা
OPV এর সম্পূর্ণ রূপ কি? à Oral Polio Vaccine
BCG ভ্যাকসিন কোন রোগে ব্যবহৃত হয়? à যক্ষ্মা বা টি.বি
পেনিসিলিন কে আবিষ্কার করেন? à আলেকজান্ডার ফ্লেমিং
পরমাণুর আদিকণা গুলি কি কি? à ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী জে জে টমসন
প্রোটন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী গোল্ডস্টাইন
নিউট্রন কণা কে আবিষ্কার করেন? à বিজ্ঞানী স্যাড উইক
পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে? à প্রোটন ও নিউট্রন
পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে? à ইলেকট্রন
হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? à 2 টি
পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি? à নিউক্লিয়াস
ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি? àবিষ
মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ? à দুটি একটি অলিন্দ ও একটি নিলয়
অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন? à ডারউইন
জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ? à বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স
একটি অলিখিত সংবিধানের উদাহরণ কি হবে? à ব্রিটিশ সংবিধান
পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কারী প্লান্ট তৈরি হয়েছে কোথায়? à ফারাক্কা তে
রাঙ্গা মাটির দেশ বলা হয় কাকে? à রাঢ় অঞ্চলকে
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত কিলোমিটার? à 2272 km (সর্বাধিক)
যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে কি বলে? à জনিত জীব
বংশগতির জনক কাকে বলা হয়? à গ্রেগর জোহান মেন্ডেল
একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ কে কি বলে? à সিনোসাইট
ক্রোমোজোমের দুই প্রান্তদয়কে কি বলে ? à টেলোমিয়ার
ক্রোমোজোমের দুই প্রান্তদয়কে কি বলে ? à টেলোমিয়ার
সবচেয়ে বড়ো আয়তনের প্রাণী কোশ কি ? à উটপাখির ডিম
কোন হরমোনের প্রভাবে মেয়েদের স্তনের আকার বৃদ্ধি পায় ? à ইস্ট্রোজেন
হরমোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? à গ্রিক শব্দ হরমোইন থেকে
কত বছর বয়সে মানুষের চোখ পূর্ণ আকার লাভ করে ? à 13 বছর
তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? à ব্রোঞ্জ
শমুকের জ্ঞানেন্দ্রিয় এর নাম কি ? à কর্ষিকা ও চক্ষু
মুত্রের অস্বাভাবিক উপাদান গুলি কি কি ? à গ্লুকোজ ,বিলিরুবিন ,কিটেন বডি
পাতার কোথায় সালোকসংশ্লেষণ ঘটে ? à মেসফিল কলায়
কোশের মস্তিস্ক কাকে বলে ? à নিউক্লীয়াস কে
ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ? àএম এস স্বামীনাথন
সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে ? à বিকিরণ
বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলে? à নেফ্রন।
বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক কেন? à ঘর্ষণ কমে যায় বলে
রং শিল্পে কি ব্যবহার করা হয় ? à রজন
উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে? à বারনৌলির নীতি
জেনারেটরের তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয়? à অস্থায়ী চুম্বক।
কে প্রমান করেন যে ‘পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’ ? à গিলবার্ট।
বিশুদ্ধ জলের pH কত? à7
ধাতব পদার্থের ক্ষয়ের জন্য দায়ী দুর্বল অ্যাসিড কোনটি? à ফরমিক অ্যাসিড
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ- à নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ? à বিজ্ঞানী মোসলে
সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়? à হৃৎপিণ্ডের সংকোচন
কোন হরমোন পাতায় উৎপন্ন হয়? à ফ্লোরিজেন
উদ্ভিদ দেহের পরিবহনের মাধ্যম কি ? à জল
প্রশ্ন: নেতাজির আসল নাম কী? উত্তর: সুভাষচন্দ্র বসু
প্রশ্ন:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ? উত্তর:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
প্রশ্ন- হামের জন্য কোন ভাইরাস দায়ী ? উঃ রুবেলা
প্রশ্ন:ফ্লাইট রেকর্ডারকে কী বলে? উত্তর>ব্ল্যাক বক্স
প্রশ্ন:ডিয়েট (Diet) কোন দেশের পার্লামেন্ট?উত্তর> জাপান
প্রশ্ন: দা ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? উত্তর> পুনে
ভারতের সবথেকে বড় জাদুঘর কোনটি ?
1780 সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় “|
Very nice
ReplyDeletethank u
DeleteThanks
ReplyDeleteNvery nice
ReplyDeleteVery good
ReplyDeletethank you
DeleteHelpful thank you
ReplyDeletethank u
DeleteVery helpful 👍
ReplyDeleteKhub helpful
ReplyDeleteThank you
Deleteপ্রশ্ন:প্রাকৃতিক গ্যাসে সর্বাধিক কোন গ্যাস থাকে?উত্তর> মিথেন ata vul ans ache.... Nitrogen hobe
ReplyDelete