Daily current affairs in bengali 04/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/05/2023
![]() |
Daily current affairs in bengali 04/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/05/2023 |
Daily current affairs in bengali 04/05/2023
1.ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনী গোয়াতে এয়ার ড্রপ যোগ্য কন্টেইনার-150 এর সফল পরীক্ষা পরিচালন করল।
2.বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন অজয় বাঙ্গা ।
3.CBSE ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কোডিং চালু করার সিদ্ধান্ত নিল।
4.ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড 2রা মে ২০২৩ সালের ৬০ তম প্রতিষ্ঠা দিবস পালন করল ।
5.ঘূর্ণিঝড় MOCHA নামকরণ করেছে ইয়েমেন দেশ।
6.সম্প্রীতি প্রকাশিত সার্ভে অনুসারে উৎপাদনের সবচেয়ে উদ্ভাবনী রাজ্য হল কর্ণাটক ।
7.২০২৩ সালের বিশ্বের সবচেয়ে হায়েস্ট পেড ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চানো রোনাল্ডো।
8.International firefighters day প্রতিবছর 4ঠা মে পালন করা হয়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link