Daily current affairs in bengali 03/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 03/05/2023 |
Daily current affairs in bengali 03/05/2023
1.প্রতিবছর 3রা মে World press freedom day পালন করা হয়
2. 2023 world press Freedom index হে ভারতের স্থান 161. প্রথম স্থানে রয়েছে নরওয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড। ১৮০ তম অর্থাৎ শেষ অবস্থানে আছে উত্তর কোরিয়া।
3.Made in India :75 years of business and enterprise শিরোনামে বইটি লিখলেন অমিতাভ কান্ত।
4.2023 স্লোগান বিশ্ব চ্যাম্পিয়ন শিপ এর শিরোপা জিতল লুকা ব্রেসেল।
5.Washington declaration একটি দি পাখি চুক্তি যা মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দেশের মধ্যে স্বাক্ষরিত হলো।
6.ICC পুরুষদের টেস্ট এবং T 20 টিম রাঙ্কিং 2023 এ 1 নম্বর স্থানে রয়েছে ভারত ।
7.সম্প্রতি HDFC ব্যাংক তার এজেন্ট এবং অংশীদারদের জন্য ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম চালু করেছে।
8.২০২৩ সালে বিশ্ব হাঁপানি দিবস 2রা মে পালন করা হলো।
9.2রা মে 2023 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হলো। তিনি ১৯৮৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ১৯৯২ সালে ভারতরত্ন পুরস্কার পান।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link