Friday, 19 May 2023

Daily current affairs in bengali 19/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/05/2023

                    Daily current affairs in bengali 19/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/05/2023

Daily current affairs in bengali 19/05/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19/05/2023

Daily current affairs in bengali 19/05/2023

1.ASEAN Tourism Forum 2024 Laos দেশে অনুষ্ঠিত হবে।

2.Paytm এর সভাপতি ও CFO পদে নিযুক্ত হলেন ভবেশ গুপ্তা । পেটিএম প্রতিষ্ঠা হয় 2010 সালে ।

3.Xiaomi India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডের প্রতি নিযুক্ত হলেন পঙ্কজ ত্রিপাঠি।

4.National investment and infrastructure fund এর অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন রাজীব ধর।

5.প্রতিবছর ১৬ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়।

6.India EU Trade and Technology council এর প্রথম মন্ত্রী পর্যায়ের সভা ব্রাসেলস শহরে অনুষ্ঠিত হবে।

7.বাণিজ্য মন্ত্রকে সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ নেদারল্যান্ড।

8.Competition Commission of India এর চেয়ারপারসন এভাবে নিযুক্ত হলেন রবনিথ কৌর।

9.Petroleum and natural gas regulatory board এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অনিল কুমার জৈন।

10.সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস 16ই মে পালন করা হয়। এবছর এটি ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। সিকিমের রাজধানী গ্যাংটক।



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you