Daily current affairs in bengali 30/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30/04/2023
![]() |
Daily current affairs in bengali 30/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30/04/2023 |
Daily current affairs in bengali 30/04/2023
1.World veterinary day এ বছর ২৯ এপ্রিল পালন করা হল।
2.World design day প্রতি বছর ২৭ এপ্রিল পালন করা হয়। এবারের থিম: Peace Love Design
3.International dance day প্রতিবছরের ২৯ এপ্রিল পালন করা হয়।
4.পশ্চিমবঙ্গের হাওড়া থেকে পুরী রুটে দ্বিতীয় বন্দে ভারত ট্রেন চালু হল।বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব ।
5.কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫৭ টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করার অনুমোদন দিল।
6.সম্প্রতি ঝাড়খন্ড রাজ্য সরকার Air Ambulance পরিষেবা চালু করল। ঝাড়খণ্ডের রাজধানী রাচি রাজ্যপাল রমেশ বাইশ।
7.নীল বেন্দাপুদি 2023 Immigrant Achievement Award পেতে চলেছেন।
8.দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NAMO মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করলেন ।
9.সৌরাষ্ট্র তামিল সঙ্গমপ্রশস্তি শিরোনামে বইটি রচনা করলেন সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয় ।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link