Monday 24 April 2023

Daily current affairs in bengali 23/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23/04/2023

Daily current affairs in bengali 23/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23/04/2023
Daily current affairs in bengali 23/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23/04/2023

                                       Daily current affairs in bengali 23/04/2023

1.সম্প্রতি দীপিকা মিশ্র প্রথম মহিলা বিমান বাহিনী অফিসার হিসেবে বীরত্বের পুরস্কার (Gallantry Award ) পেলেন। বর্তমান চিপ অফ ডিফেন্স স্টপ জেনারেল অনিল চৌহান।

2.সাম্প্রতিক কেরালা রাজ্য সরকার ক্রীড়া সংস্কৃতিকে পুনরোজ্জীবিত করতে one Panchayat one Playground প্রজেক্ট লঞ্চ করলো। 

3.সমস্ত সরকারি দপ্তরে ১০০% বৈদ্যুতিক যানবাহন থাকা প্রথম রাজ্য হতে চলেছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

4.HSBC BANK এর ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি। বিরাট কোহলি ২০১৮ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান।

5.Bharat dynamic limited  এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন  এ মাধব রাও।

6.Star Sports এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন রিশভ পান্থ ।

7.অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন, সিডনিকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you