Daily current affairs in bengali 22/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22/04/2023
Daily current affairs in bengali 22/04/2023
1.ডিজিটাল লেনদেনে ভারতের শহর ব্যাঙ্গালোর শীর্ষস্থানে রয়েছে।
2.সম্প্রতি সন্দীপ সিং কে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। ভারতের সেনাবাহিনীর প্রধান বর্তমানে রয়েছেন মনোজ পান্ডে।
3.সম্প্রতি ministry of agriculture পার্টনার পোর্টাল মোবাইল অ্যাপ চালু করল।
4.ভারতীয় সেনাবাহিনীর সামরিক কর্মীদের চীনা ভাষা প্রশিক্ষণ দেওয়ার জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করল।
5.সম্প্রতি ব্যাংককে অষ্টম ভারত-থাইল্যান্ড প্রতিরক্ষা সংলাপ আয়োজিত হচ্ছে।
6.কাইজাত ভারুচা HDFC BANK এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন।
7.সম্প্রতি কর্ণাটক রাজ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জন্য জাতীয় পুরস্কার পেল। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link