Monday 17 April 2023

Daily current affairs in bengali 17/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/04/2023

Daily current affairs in bengali 17/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/04/2023
Daily current affairs in bengali 17/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17/04/2023

                     Daily current affairs in bengali 17/04/2023

 1.Femina Miss India World 2023 খেতাব জিতেছে নন্দিনী গুপ্তা। আরও তথ্য: ইনি রাজস্থানের বাসিন্দা।

2.বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় ১৭ ই এপ্রিল।

3.Association for democratic reforms এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি

4.ভারত কর্তৃক নির্মিত বুজি সেতুটি মোজাম্বিক দেশে অবস্থিত । আরও তথ্য: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ১৪ এপ্রিল বুজি সেতুটি উদ্বোধন করেন।

5.তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দ্রাবাদে ১২৫ ফুট লম্বা আম্বেদকারের মূর্তি উন্মোচন করলেন।

6.World art day প্রতিবছর ১৫ এপ্রিল পালন করা হয়।

7.২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশীপ  পদত্যালিকা শীর্ষস্থান দখল করলো কাজাকিস্তান।

8.(SEBI )security and exchange board of India ১২ এপ্রিল ২০২৩ সালে ৩৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করল।

9.২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে অনিরুদ্ধ কুমার ১২৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতল।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you