Sunday, 16 April 2023

Daily current affairs in bengali 16/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16/04/2023

Daily current affairs in bengali 16/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16/04/2023
Daily current affairs in bengali 16/04/2023| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16/04/2023

                                Daily current affairs in bengali 16/04/2023

1.সম্প্রতি বিহু নিত্য ভারতবর্ষে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। আরো তথ্য: মোট 11304 জন এই নৃত্য অংশগ্রহণ করেছিল।

2.বিশ্বের প্রথম ঘানা দেশ শিশুদের জন্য অক্সফোর্ড ম্যালেরিয়া ভ্যাকসিন অনুমোদন করল।

3.সম্প্রতি উত্তরাখান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী À-HELP প্রোগ্রাম লঞ্চ করল।

4.দ্বিতীয় Women-20 International Meeting অনুষ্ঠিত হলো জয়পুরে ।

5.AU Small Finance Bank এর MD ও CEO পদে নিযুক্ত হলেন সঞ্জয় আগরওয়াল। আরও তথ্য: প্রতিষ্ঠা 1996

6.2023 সালে অনুষ্ঠিত Asian wrestling Championship এ আমান সেহরাওয়াতে 57 কেজি বিভাগে সোনা পদক জিতলেন।

7.১৫ এপ্রিল হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় । আরও তথ্য: হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী শিমলা শীতকালীন রাজধানী ধর্মশালা।

8.১২ এপ্রিল বিশ্ব বিমান চলাচল ও মহাকাশ অবতরণ দিবস পালন করা হয়।


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you