রামকৃষ্ণ মিশন শিক্ষক ও ক্লার্ক নিয়োগ 2023 | RKM Teacher & Clerk Recuriment 2023 |
রামকৃষ্ণ মিশন , মালদা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে , যাতে শিক্ষক ও ক্লার্ক পদের জন্য আবেদন পত্র গ্রহন করা হবে । এই পদ গুলিতে আবেদনের জন্য কি তথ্য লাগবে তা নিচে উল্লেখ করা হল -
রামকৃষ্ণ মিশন নিয়গ ২০২৩
পদের নাম ঃ শিক্ষক ও ক্লার্ক
পদের সংখ্যা ঃ ৪টি ( শিক্ষক-৩ টি ও ক্লার্ক-১টি)
শিক্ষাগত যোগ্যতা ঃ
- শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নতক পাশ ও সাথে B.ED থাকতে হবে ।
- ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ সাথে Computer নলেজ থাকতে হবে ।
- শিক্ষক পদের জন্য বয়স ২১ থেকে ৪০ বছরের মধে হতে হবে ।
- ক্লার্ক পদের জন্য বয়স ১৮ থেকে ৪০ বছরের মধে হতে হবে ।
অফ লাইনে আবেদন করতে হবে , আবেদন পত্রটিকে ডাউনলোড করে ফিলাপ করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মালদা রামকৃষ্ণ মিশনে জমা করে আসতে হবে ।
আবেদন ফি ঃ
জেনেরাল ৫০০ টাকা , সংরক্ষিত -৪০০ টাকা , প্রতিবন্ধী - ৩০০ টাকা
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ঃ
Ramkrishna Mission Vivekananda Vidyamandir , malda
English Bazar , p.o & dist - Malda , WB-732101
আবেদন শুরু ঃ ৫ই এপ্রিল ২০২৩
আবেদন শেষ ঃ ২০ই এপ্রিল ২০২৩
অফিশিয়াল নোটিফিকেশন ঃ Download
অফিশিয়াল সাইট ঃ click here
শিক্ষক আবেদন পত্র ঃ Download
ক্লার্ক আবেদন পত্র ঃ Download
টেলিগ্রাম চ্যানেল ঃ join now
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link