Monday 4 April 2022

Daily current affairs in bengali 04/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/04/2022

                     Daily current affairs in bengali 04/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/04/2022

Daily current affairs in bengali 04/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/04/2022

 1.সম্প্রতি আসাম ও মেঘালয় রাজ্য 6টি বিতর্কিত জেলার সীমান্ত সমস্যা সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করলো। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

2.সম্প্রতি অন্ধপ্রদেশ রাজ্য ফল উৎপাদনে শীর্ষ স্থান দখল করলো।

3.Best private hospital award 2022 জিতল Medanta Gurugram Hospital.

4.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5th BIMSTEC শীর্ষ সম্মেলনে যোগদান করলেন। শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিল শ্রীলং।

5.Max Life insurance company limited গ্রহদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে phone pe এর সাথে যৌথভাবে কাজ শুরু করল।

6.আন্তর্জাতিক খনি  সচেতনতা দিবস পালন করা হয় 4থ এপ্রিল 

7.সম্প্রতি নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক এর খোঁজ পেলেন। নেদারল্যান্ডের মুদ্রা ইউরো।

8.Graham Thorpe আফগানিস্তান দেশের ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন।





No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you