Thursday 28 April 2022

Daily current affairs in bengali 28/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28/04/2022

Daily current affairs in bengali 28/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28/04/2022
Daily current affairs in bengali 28/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28/04/2022

 1.সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার SAANS নামক একটি সামাজিক সচেতনতা প্রচার অভিযান চালু করেছে। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।

2.বিশ্ব টিকাকরণ সপ্তাহ 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পালন করা হয়।2022 theme : Long Life for All.

3.2022 সালে Walt Congress of accountants ভারতে অনুষ্ঠিত হবে।

4.সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার 18 ডিসেম্বর দিনটাকে minorities right day হিসাবে পালন করার কথা ঘোষণা করল।

5.2022 সালে L'Oreal sports person of the year award হিসাবে ভূষিত হলেন ম্যাক্স ভাস্টাপেন।

6.আদিত্য বিড়লা ক্যাপিটাল এর CEO  পদে নিযুক্ত হলেন Vishaka Mule .

7.সম্প্রতি মণিপুরে Khongjom Day পালন করা হলো।

8.বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে ভারতের চরম দারিদ্রতা 10.2 %হয়েছে।





No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you