Monday 25 April 2022

Daily current affairs in bengali 25/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/04/2022

Daily current affairs in bengali 25/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/04/2022
Daily current affairs in bengali 25/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25/04/2022


 1.প্রতি বছর 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। 2022 theme: harness innovation to reduce the malaria disease barden and save lives.

2.নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সুমন কে বেরি। সদরদপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল 2015 1লা জানুয়ারি।

3.ভারতের মুম্বাইতে প্রথম international cruise conference অনুষ্ঠিত হবে।

4.ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন অজয় কুমার সুদ।

5.সম্প্রতি কাইরন পোলার্ড সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন উনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন।

6.খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এর দ্বিতীয় সংস্করণ কর্নাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

7.আন্তর্জাতিক মাতৃ বসুন্ধরা দিবস প্রতিবছর 22 এপ্রিল পালন করা হয়।

8.পশ্চিমবঙ্গের হরিণঘাটায় দেশের সবচেয়ে বড় প্যাকিং সেন্টার তৈরি হলো।




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you