Daily current affairs in bengali 24/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/04/2022
Daily current affairs in bengali 24/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24/04/2022 |
ইলার তৈরীর কারখানা স্থাপন করা হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও রাজধানী হায়দ্রাবাদ।
2.23 এপ্রিল বিশ্ব বইও কপিরাইট দিবস পালন করা হয়।
3.Digit insurance এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন জ্যাসলিন কোহলি।
4.P&G India এর সিইও পদে নিযুক্ত হলেন এল ভি বৈদ্যনাথ।
5.কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নরেশ কুমার।
6.সম্প্রতি রাশিয়া Rs 28 Sarmat নামে বিশ্বের শক্তিশালী মিসাইল পরীক্ষা করল।
7.মিলিটারি অপারেশন এর পরবর্তী ডিরেক্টার জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার।
8.জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস 24 এপ্রিল পালন করা হয়।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link