Friday 22 April 2022

Daily current affairs in bengali 22/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22/04/2022

              Daily current affairs in bengali 22/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22/04/2022

Daily current affairs in bengali 22/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22/04/2022

1.তানজানিয়া দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন samia suluhu Hassan.

2.সম্প্রতি ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল তৈরি হতে চলেছে।

3.সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকার গ্রাহকদের 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। গ্রীষ্মকালীন রাজধানী সিমলা শীতকালীন রাজধানী ধর্মশালা।

4.কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসামে উত্তর-পূর্ব ভারতের প্রথম ফ্লাইং ট্রেনিং একাডেমির উদ্বোধন করলেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

5.সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার সমস্ত জেলার স্কুল গুলোতে মো স্কুল হকি ক্লাব উদ্যোগ চালু করার কথা ঘোষণা করল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

6.সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকার সরকারি বাসে ভ্রমণকারী মহিলাদের জন্য ভাড়ার 50% ছাড় ঘোষণা করল।

7.22শে এপ্রিল বসুন্ধরা দিবস পালন করা হয়।





No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you