Monday 11 April 2022

Daily current affairs in bengali 11/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11/04/2022

Daily current affairs in bengali 11/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11/04/2022
Daily current affairs in bengali 11/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11/04/2022

 1.ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ডক্টর মনোজ সোনি। হেডকোয়ার্টার নিউ দিল্লি। 

2.Ahmedabad  শহরে 2023 সালে Asian cadet and junior fencing championship অনুষ্ঠিত হবে।

3.Central animal husbandry and Dairying department উত্তরাখণ্ডে one health নীতি লঞ্চ করল। উত্তরাখণ্ডের রাজধানীর দেরাদুন (শীতকালীন)

4.বিশ্ব এলার্জি সপ্তাহ 5 ই এপ্রিল থেকে 11 ই এপ্রিল পালন করা হয়।

5.বিশ্ব হোমিওপ্যাথি দিবস 10 ই এপ্রিল পালন করা হয়।

6.Neu নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল টাটা গ্রুপ।

7.Sant namdeo National award 2021 সম্মানে ভূষিত হলেন মেঘালয় রাজ্যের রাজ্যপাল। মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক।

8.বীরসা মুন্ডা :জনজাতির নায়ক শিরোনামে বইটি লিখলেন অধ্যাপক অলক চক্রওয়াল।

9.Centre for monitoring Indian economy  সম্প্রতি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কম বেকারত্বের রাজ্য হল ছত্রিশগড়। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।




No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you