Sunday 10 April 2022

Daily current affairs in bengali 10/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10/04/2022

Daily current affairs in bengali 10/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10/04/2022
Daily current affairs in bengali 10/04/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10/04/2022

 1.সম্প্রতি মধ্য প্রদেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা চালু করল। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

2.2022 world press photo of the year award জিতেছেন কানাডার ফটোগ্রাফার Amber Bracken.

3.Not just a nightwatchman :my innings with BCCI শিরোনামে বইটা লিখলেন বিনোদ রাই

4.Railway protection force টিকিটের ব্ল্যাক মার্কেটিং এর বিরুদ্ধে অপারেশন উপলব্ধ লঞ্চ করল।

5.সম্প্রতি চীন সফলভাবে পৃথিবী পর্যবেক্ষণের জন্য নতুন স্যাটেলাইট Gaofen-303 উৎক্ষেপণ করল।

6.9 এপ্রিল CRPF 57 তম বীরত্ব দিবস পালন করল। হেডকোয়ার্টার নিউ দিল্লি ডিরেক্টার জেনারেল আছেন কুলদীপ সিং।

7.সম্প্রতি DRDO 'solid fule ducted ramjet নামে মিসাইল পরীক্ষা করলো।






No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you