Daily current affairs in bengali 09/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 09/03/2022 |
1.প্রতিবছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এবছরের থিম 2022: gender equality today for sustainable tomorrow.
2.ভারতের গুরুগ্রামে বিদ্যুৎ চালিত চার চাকার গাড়ির জন্য চার্জিং সিস্টেম চালু হলো।
3.Telecom disputes settlement and appellate tribunal এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ধীরুভাই নারায়ণ ভাই প্যাটেল।
4.রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের মুম্বাইতে প্রথম jio world centre চালু করল।
5.31 তম 2021 বিহারী পুরস্কার পেলেন মধু কাকরিয়া। বিহারে পুরস্কার কে কে বলল ফাউন্ডেশন কর্তৃক দেওয়া হয়ে থাকে ।
6.2022 সালের শীতকালীন প্যারা অলেম্পিক ম্যাসকট হলো shuey Rhon Rhon.
7.The blue book a writers journal শিরোনামে বইটি লিখলেন অমিতাভ কুমার।
8.CISF 6 মার্চ তাদের 53 তম প্রতিষ্ঠা দিবস পালন কর। আরও তথ্য: ডিরেক্টার জেনারেল আছেন শীলভদ্র সিং
9.সম্প্রতি কেরালা স্টার্টআপ মিশন বিশ্বব্যাপী স্টার্টআপ উৎসাহিত করতে গুগলের সাথে অংশীদারিত্ব করল। গুগোল সিইও সুন্দর পিচাই।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link