Daily current affairs in bengali 10/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10/03/2022 |
1. ভারত ও শ্রীলংকা দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়া SLINEX শুরু হয়েছে।
2.সম্প্রতি মাইক্রোসফ্ট ভারতের হায়দ্রাবাদে বৃহত্তম Data centre region তৈরি করল।
3.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের পুনেতে ছত্রপতি শিবাজী মহারাজ এর মূর্তি উদ্বোধন করলেন।
4.মহিলা ক্রিকেটার মিতালি রাজ 6 টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করি প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন। আরও তথ্য: ইনি 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান।
5.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নীতিন যুগ কে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলেন। আরও তথ্য: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারপারস দিনেশ কুমার খাড়া।
6.দু'দিনব্যাপী study in India 2022 মিটিং এর উদ্বোধন করা হলো বাংলাদেশ।
7.সম্প্রতি স্পেনে Mobile World Congress 2022 অনুষ্ঠিত হলো।
8.India global forum annual summit সম্প্রতি কর্নাটকের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হলো।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link