Daily current affairs in bengali 08/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 08/03/2022
Daily current affairs in bengali 08/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 08/03/2022 |
1.সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার মান্নান উপসাগরে ভারতের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে। আরও তথ্য: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
2.আরুনাচল প্রদেশের hallangi তে গ্রীনফিল্ড এয়ারপোর্ট তৈরি করতে চলেছে এয়রপর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আরও তথ্য: আরুনাচল প্রদেশের রাজধানীর ইটানগর মুখ্যমন্ত্রী প্রেমা খন্ড।
3.আইপিএলে পাঞ্জাব কিংস টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন মায়ানক আগারওয়াল।
4.TATA IPL 2022 এর অফিশিয়াল পার্টনার হল RuPay। 2022 সালে আইপিএল পনেরতম সংস্কার।
5.Life insurance corporation of India এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন সুনিল আগারওয়াল।
6.সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটার গেমিং প্ল্যাটফর্ম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন।
7.সম্প্রতি 2022 সালের উইন্টার প্যারালিম্পিক গেমস থেকে রাশিয়া-ইউক্রেন কে নিষিদ্ধ করা হলো। আরও তথ্য: এটি চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হবে।
8.সম্প্রতি বিহারের darbhanga জেলায় ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link