Daily current affairs in bengali 06/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 06/03/2022 |
1. Sustainable development index 2021 ভারতের স্থান 120 তম। আরও তথ্য: প্রথম স্থানে আছে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে আছে সুইডেন।
2.আইআইটি কানপুর biodegradable nano particle তৈরি করলাম। আরও তথ্য: আইআইটি কানপুর প্রস্টেট প্রতিষ্ঠিত হয় 1959 সালে।
3.সম্প্রতি 2022 সালে herath festival অনুষ্ঠিত হলো জম্মু-কাশ্মীরে।
4.সম্প্রতি টাটা মোটরস Anubhav নামে মোবাইল শোরুম লঞ্চ করল। টাটা মোটরসের হেডকোয়ার্টার মুম্বাই।
5.ISSF world cup 2022 অনুষ্ঠিত হতে চলেছে ইজিপ্টে এর কায়রোতে।
6.প্রতিবছর 4ঠা মার্চ ন্যাশনাল সেফটি ডে পালন করা।2022 theme : nurture young minds - develop safety culture.
7.অস্ট্রেলিয়া ক্রিকেট খেলোয়ার সেন ওয়ান প্রয়াত হলেন।
8.বুলগেরিয়াতে অনুষ্ঠিত 73 তম Strandja memorial boxing tournament এ ভারতের নিখাদ জারিন ও নিতু সোনার মেডেল পেলেন।
9.বায়ুসেনার western commanding-in-chief পদে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণ। আরো তথ্য: বায়ুসেনার সদরদপ্তর নিউ দিল্লি
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link