Friday 4 March 2022

Daily current affairs in bengali 04/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/03/2022

Daily current affairs in bengali 04/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/03/2022
Daily current affairs in bengali 04/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 04/03/2022


1.ভারতের প্রথম রাজ্য হিসাবে তামিলনাড়ু রাস্তার পশুদের জন্য প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল। আরও তথ্য: তামিলনাড়ুর লোকনৃত্য ভারতনাট্যম , কুমি।

2.Ungalil oruvan (one among you) এটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের আত্মজীবনীমূলক বই ।

3.Udaan ek majdue bacche  ki এই শিরোনামে বইটা লিখলেন মিথিলেশ তিবারী।

4.The millennial Yogi: a modern-day parable about reclaiming one's life এই শিরোনামে বইটা লিখলেন দীপক চ্যাটার্জি। তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন।

5.Bharatpe এর ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন আশনির গ্রোভার।

6.International trading agency vice president  পদে নিযুক্ত হলেন জুনাইদ আহমেদ।

7.31 st   southeast Asian games ভিয়েতনামি অনুষ্ঠিত হবে।

8.সাম্প্রতিক চীন long March 8 rocket লঞ্চ করল। চীনের রাজধানী বেজিং।

9.প্রতিবছর 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়।

10.মুম্বাই এর নতুন পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন সঞ্জয় পান্ডে।



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you