Thursday 3 March 2022

Daily current affairs in bengali 03/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স03/03/2022



1. বিশ্বের প্রথম উদ্ভিদ থেকে পাওয়া Covid 19 ভ্যাকসিন এর অনুমোদন দিয়েছে কানাডা দেশ। 

2.প্রতিবছর 1লা মার্চ zero discrimination day পালন করা হয়।

3.2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপ থেকে রাশিয়াকে সাসপেন্ড করল FIFA । আরও তথ্য: রাশিয়ার রাজধানী মস্কো। 2018 সালের ফিফা বিশ্বকাপ জয় করেছে ফ্রান্স। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।

4.IIT DELHI 'Nasco95' নামে বিশ্বের কততম পরিধানযোগ্য এয়ার পিউরিফায়ার লঞ্চ করল।

5. National assessment and accreditation council (NAAC) এ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অধ্যাপক ভূশন  পটবর্ধন।

6. Para archery World championship 2022 অনুষ্ঠিত হবে দুবাইতে।

7.Reward প্রোজেক্টের জন্য ভারত সরকারকে 115 মিলিয়ন ডলার লোন দিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।

8.সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার সামুদ্রিক জীব সংরক্ষণে মেরিন এলিট ফোর্স গঠন করল।

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you