Daily current affairs in bengali 02/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স02/03/2022
Daily current affairs in bengali 02/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স02/03/2022 |
1. Security and exchange board of India (SEBI) এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মাধবী পুরি বুচ। আরও তথ্য: ইনি SEBI এর প্রথম মহিলা চেয়ারম্যান। SEBI প্রতিষ্ঠিত হয় 1992 সালে 12 এপ্রিল।
2.যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের আনতে ভারতীয় সরকার অপারেশন গঙ্গা চালু করল। আরও তথ্য: ইউক্রেনের রাজধানী কিয়েভে।
3.সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুন্দর বিল্ডিং ' museum of the future'উদ্বোধন করা হলো দুবাইতে।
4.সম্প্রতি দিল্লি সরকার E-Waste Eco park তৈরি করতে চলেছে।
5.2022 সালের Mexican ওপেন জিতল রাফায়েল নাদাল
6.2nd LG cup ice hockey championship 2022 জিতল লাদাখ স্কাউট
7.National protein day 27 এ ফেব্রুয়ারি পালন করা হয়।
8.2022 সালে Singapore weightlifting international এ ভারত মোট আটটি পদক জিতেছে।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link