Tuesday 29 March 2022

Daily current affairs in bengali 29/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29/03/2022

Daily current affairs in bengali 29/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29/03/2022
Daily current affairs in bengali 29/03/2022| বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29/03/2022

1.FIFA WORLD CUP 2022 এর অফিশিয়াল স্পনসর হলো Byjus.Byjus এর সদর দপ্তর বেঙ্গালুরু। ফিফা ওয়াল্ড কাপ 2018 রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে।

2.ওয়ার্ল্ড থিয়েটারে প্রতিবছর 27 মার্চ পালন করা হয়।

3.World Bank আফ্রিকার কালো গন্ডারের বিপন্ন প্রজাতি সংরক্ষণের ওয়াইল্ডলাইফ কনজারভেশন বন্ড জারি করল।

4.GIF ফটো ফাইল ফরম্যাট এর উদ্ভাবক  স্টিফেন উইল হাইট সম্প্রতি মারা গেলেন।

5.NATO এর মহাসচিব পদে পুনরায় নিযুক্ত হলেন JENS STOLTENBERG।

6.সম্প্রতি বিহার রাজ্য সরকার জমির মালিকানা ট্র্যাক করতে ভারতের প্রথম গ্রামের ডায়নামিক ম্যাপ লঞ্চ করতে চলেছে।

7.রমেশবাবু প্রাঙ্গনন্ধ ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার 2022 সালে Sankara Award পেলেন।

8.সম্প্রতি DBS BANK "green deposit program" লঞ্চ করল।






No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link

Recommended for you